ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরা করদাতার সম্মাননা পেল ওয়ালটন

প্রকাশিত: ০৬:০১, ১৬ নভেম্বর ২০১৭

সেরা করদাতার সম্মাননা পেল ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী কোষাগারে সর্বোচ্চ পরিমাণ কর পরিশোধ করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবারও সেরা করদাতার সম্মাননা দিয়েছে ওয়ালটনকে। ফার্ম ক্যাটাগরিতে ২০১৬-১৭ অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ কর প্রদানকারী ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে এনবিআর। যার মধ্যে ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশন প্রথম এবং ওয়ালটন প্লাজা দ্বিতীয় পুরস্কার লাভ করেছে। একই ক্যাটাগরিতে গত বছরও সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছিল দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলায় ফার্ম ক্যাটাগরিতে ওয়ালটনসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সেরা করদাতার সম্মাননা সনদ দেয়া হয়েছে। ট্যাক্স কার্ড ও সেরা করদাতার সম্মাননা সনদ গ্রহণ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এ্যান্ড এ্যাডমিন) এস এম জাহিদ হাসান বলেন, ‘আমরা সবসময় যথাযথ নীতিমালা অনুসরণ করে সর্বোচ্চ কর পরিশোধ করছি। পরপর দুই বছর সেরা করদাতার সম্মাননা অর্জন করেছি। ব্যাংক নিয়ে কোন কথা বলতে চাই না ॥ নৌমন্ত্রী অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর ড. খোন্দকার ইব্রাহিম খালেদ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা আগে থেকেই যাতায়াত ও দৈনিক ভাতা (টিএডিএ) পেয়ে আসছেন। তিনিও ডেপুটি গবর্নর থাকা অবস্থায় এটি দিয়েছেন। তাহলে কি তিনি অন্যায় করেছেন। বুধবার বাংলাদেশ ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী। শাজাহান খান বলেন, ব্যাংকের কোন বিষয় নিয়ে এখানে আসিনি।
×