ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এককে জনকণ্ঠের রুমেলের হ্যাটট্রিক শিরোপা

প্রকাশিত: ০৫:১১, ১৪ নভেম্বর ২০১৭

এককে জনকণ্ঠের রুমেলের হ্যাটট্রিক শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল টেবিল টেনিস দ্বি-মুকুট জিতেছেন দৈনিক জনকণ্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান। সোমবার এককের ফাইনালে তিনি ১১-৭, ৯-১১, ১১-৭ পয়েন্টে হারান বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চলকে। এটা রুমেলের হ্যাটট্রিক শিরোপা। এর আগে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৪ ও ২০১৬ সালে। চঞ্চল এককে হেরে গেলেও দ্বৈতে ঠিকই শিরোপার স্বাদ পেয়েছেন। সঙ্গী সেই রুমেলই! ফাইনালে এই জুটি ১১-৫, ১১-৩ পয়েন্টে হারান নিউ এইজের সুদীপ্ত আনন্দ এবং বিডি নিউজ ২৪ ডটকমের রুবেল জুবায়ের জুটিকে। এই জুটিকেই হারিয়ে গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন রুমেল-চঞ্চল জুটি। দুর্দান্ত শুরু ফেদেরারের স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নের মতোই একটা বছর কাটালেন রজার ফেদেরার। দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ছাড়াও বেশ কয়েকটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন চলতি মৌসুমে। এখন খেলছেন বছরের শেষ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে। লন্ডনের ওটু এ্যারিনাতেও দুর্দান্ত শুরু করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। নিজের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিলেন জ্যাক সকের। কঠিন লড়াইয়ের সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি ফেদেরার ম্যাচটা জিতেছেন ৬-৪ এবং ৭-৬ (৭/৪) ব্যবধানে। ফেদেরারের গ্রুপের আরেক তরুণ প্রতিভাবান খেলোয়াড় আলেক্সান্ডার জেভরেভও দুর্দান্ত শুরু করেছেন। জার্মান তারকা নিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন মারিন চিলিচকে। তিনি ৬-৪, ৩-৬ এবং ৬-৪ গেমে পরাজিত করেন ক্রোয়েশিয়ার এই টেনিস তারকাকে।
×