ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিওতে বোনাস পাঠিয়েছে এক কোম্পানি

প্রকাশিত: ০৪:০২, ১২ নভেম্বর ২০১৭

বিওতে বোনাস পাঠিয়েছে এক কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিটি হলো : বস্ত্র খাতের কোম্পানি আরগন ডেনিম লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে এর কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ৯ নবেম্বর শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। আরগন ডেনিম লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৬ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৫.৮০ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৯৯ টাকা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর, ২০১৭ সকাল সাড়ে ১০ টায় বসুন্ধরা কনভেনশন হল-১, বসুন্ধরা, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
×