ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকারের সহযোগিতা চান ফখরুল

১২ নবেম্বর সোহরাওয়াদী উদ্যানে জনসভার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

প্রকাশিত: ০৬:১৪, ৯ নভেম্বর ২০১৭

১২ নবেম্বর সোহরাওয়াদী উদ্যানে জনসভার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ ১২ নবেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। বুধবার বিকেলে বিএনপির পক্ষ থেকে এ অনুমতি পাওয়ার কথা জানানো হয়। তবে অনুমতি পাওয়ার আগে বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জনসভা করার জন্য যৌথ প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্ণ জনসভা কর্মসূচী পালন করতে সরকারের সহযোগিতা চাই। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলেও তিনি জানান। অনুমতির আশ্বাস পেলেও এখনও আনুষ্ঠানিক অনুমতি মেলেনি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা যাতে ১২ নবেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার যথাযথ অনুমতি পাই সে জন্য সরকারের সহযোগিতা চাই। আমরা আনুষ্ঠানিক অনুমতি না পেলেও জনসভা করার প্রস্তুতি শুরু করেছি। আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে জনসভাটি করতে চাই। আমরা অনুমতির জন্য চিঠি দিয়োিছ। তাই আশা করছি যথাসময়ে আমাদের অনুমোদনের বিষয়ে জানিয়ে দেয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, ৭ নবেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আমরা ঠিকভাবে পালন করতে পারিনি। কারণ কমনওয়েথ পার্লামেন্টারি কনফারেন্সের কথা বলে আমাদের জিয়াউর রহমানের মাজারে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। এ ছাড়া আমরা একটি জনসভা করতে চেয়েছিলাম সে অনুমতিও আগে দেয়া হয়নি। তিনি বলেন, সরকার সব সময়ই বলে থাকে যে, তারা সভা-সমাবেশে কোন বাধা দেয় না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ও রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে। মঙ্গলবারও ক্ষমতাসীন দলের একজন নেতা বলেছেন, সমাবেশ করতে কোন বাধা নেই। আমরা আশা করব, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ নবেম্বর জনসভা করতে দেয়ার মাধ্যমে তাদের এই কথাগুলো সত্যে প্রমাণিত হবে। সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ৭ নবেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রশাসনের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। আমরা শান্তিপূর্ণভাবে এ জনসভা কর্মসূচী সফল করতে চাই। আর এ জন্য আমরা সরকারের সহযোগিতা চাই।
×