ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে এটলাস

প্রকাশিত: ০৬:১৬, ৮ নভেম্বর ২০১৭

রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে এটলাস

আগের অর্থবছরের ন্যায় ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায়ও রিজার্ভ থেকে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এটলাস বাংলাদেশের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৬-১৭ অর্থবছরে এটলাস বাংলাদেশের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৬৩ টাকা। এর বিপরীতে কোম্পানির পর্ষদ ১২ শতাংশ (২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার) হিসাবে প্রতিটি শেয়ারে ১.২০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে লভ্যাংশের শতভাগ রিজার্ভ থেকে দিতে হবে। ২৭ কোট ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধনের এটলাস বাংলাদেশে ৪১৭ কোটি ৮৫ লাখ টাকার রিজার্ভ রয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোতে মুনাফার তুলনায় কম লভ্যাংশ দিয়ে এ রিজার্ভ সংরক্ষণ করা হয়েছে। যেখানে থেকে এ বছর ৩ কোটি ২৯ লাখ টাকা লভ্যাংশ আকারে প্রদান করা হবে। এর মধ্যে ৫৫ লাখ টাকা নগদ লভ্যাংশ বিতরণ করা হবে এবং ২ কোটি ৭৪ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×