ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

প্রকাশিত: ০৬:১৫, ৮ নভেম্বর ২০১৭

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ৫১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটো, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, বিবিএস কেবল, স্কয়ার ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, উত্তরা ব্যাংক, ঢাকা ব্যাংক ও প্রাইম ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : শাহজালাল ইসলামী ব্যাংক, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নর্দার্ন জুট, দেশ গার্মেন্টস, মুন্নু সিরামিক, ওয়াটা কেমিক্যাল, ট্রাস্ট ব্যাংক ও ডরিন পাওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বিডি ওয়েল্ডিং, ঝিল বাংলা সুগার, বিডিকম, প্রগেসিভ লাইফ, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, ইনটেক, ওরিয়ন ইনফিউশন, রংপুর ফাউন্ড্রি, তসরিফা ইন্ড্রাস্টিজ ও পিএফআই মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ঢাকা ব্যাংক, বিবিএস কেবল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজালাল ইসলামী ব্যাংক ও কেয়া কসমেটিক।
×