ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নতুন ভেন্যু তিরুঅনন্তপুরমের (কেরালা) আয়োজনে জল ঢেলে দিতে পারে বৃষ্টি!

ভারত-নিউজিল্যান্ড ফয়সালার শেষ টি২০ আজ

প্রকাশিত: ০৫:১৬, ৭ নভেম্বর ২০১৭

ভারত-নিউজিল্যান্ড ফয়সালার শেষ টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নিউজিল্যান্ডের সঙ্গে আরও বেশি করে ম্যাচের দাবি তুলতেই পারেন। সম্প্রতি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিও যেখানে খাবি খেয়েছে সেখানে ভারত সফরে দুর্দান্ত খেলছে কিউইরা। ২-১এ হারের আগে ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াই করেছে কেন উইলিয়মসনের দল। একই পরিস্থিতি তৈরি করেছে টি২০তেও। ব্লাকক্যাপসরা প্রথম ম্যাচের হারের বদলা নিয়েছে দ্বিতীয়টি জিতে। আজকের শেষ ম্যাচটা তাই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী, বেনামী ‘ফাইনাল’। সাফল্যে সফর শেষ করতে চায় অতিথিরা। অন্যদিকে ওয়ানডের মতো টি২০তেও শেষ দ্বৈরথে বাজিমাত করতে মরিয়াক বিরাট কোহলির ভারত। তবে সকল উত্তেজনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। নতুন ভেন্যু তিরুঅনন্তপুরমের (কেরালা) আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। খেলা শুরু যথারীতি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। তিরু অনন্তপুরমের গ্রীনফিল্ড ইন্ট্যারন্যাশনাল স্টেডিয়ামে এটি হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। উৎসবের আমেজের মধ্যেই আয়োজকদের ভাবাচ্ছে প্রকৃতি। প্রতিদিনই প্রায় কৃষ্টি এই অঞ্চলে। যদিও টানা বৃষ্টি না হওয়ায় কিছুটা আশ্বস্ত স্থানীয় আয়োজক কমিটি। কিন্তু তার মধ্যেই এই বৃষ্টির আনাগোনা ভাবাচ্ছে ভারতীয় দলকেও। এখান থেকেই যে সিরিজ জিতে নিতে হবে কোহলিদের। যদি বৃষ্টিতে কোনভাবে ভেস্তে যায় ম্যাচ তা হলে সিরিজ ড্র হয়ে যাবে। যেটা কিছুতেই চাইছে না বিরাট এ্যান্ড ব্রিগেড। স্থানীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ আকাশ মেঘলা তো থাকবেই আর সঙ্গে বৃষ্টির সমূহ সম্ভাবনাও রয়েছে। এমন কী বার দুয়েক বৃষ্টির হানার সঙ্গে ঝড়ো আবহাওয়াও বয়ে যেতে পারে! তবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে মরিয়া কেরালা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সচিব বলেন, ‘মাঠের নিষ্কাশন ব্যবস্থা এতটাই ভাল যে বৃষ্টি হলেও দ্রুত মাঠ শুকানোর ব্যবস্থা করা যাবে। আমাদের হাতে তিনটি আধুনিক সুপারসপর আছে, বৃষ্টি থামার ১৫ মিনিটের মধ্যে আবার খেলা শুরু করা সম্ভব।’ ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘তিরুঅনন্তপুরমের আবহাওয়া সত্যি বিচিত্র। এই মেঘ, এই বৃষ্টি তো আবার এই রোদ। আবহাওয়ার ওপর কারও হাত নেই। আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড কতটা ভয়ঙ্কর ওয়ানডেতেই সেটা দেখেছি। টি২০তেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে তারা। সবাই বুঝতে পারছে, সিরিজ জিততে হলে সেরাটা দিতে হবে।’ আগের ম্যাচে হারের পর অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির ওপর নির্বাচকদের বিশেষ নজর থাকবে। ৩৭ বলে ৪৯ রান করলেও প্রয়োজনের সময় আউট হয়ে যান সাবেক অধিনায়ক। স্ট্রাইক রেট ১৩২.৪৩। খারাপ নয়। ৩ ছয় ২ চারে ২৬ রানই করেছেন বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে, অর্থাৎ বাকি ২৩ রান করতে খেলেছেন ৩২ বল। এটাই থিঙ্কট্যাঙ্কদের চিন্তার বড় কারণ। ইতোমধ্যে ধোনির টি২০ সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ভিভিএস লক্ষ্মণ, অজিত আগারকার, আকাশ চোপড়ার মতো সাবেক তারকারা। আর এমন সিরিজ নির্ধারণী ম্যাচের পারফর্মেন্স তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ওদিকে দ্বিতীয় ম্যাচের দাপুটে জয় সফরকারীদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘ওয়ানডে সিরিজেও আমার ভাল অবস্থায় থেকে শেষ পর্যন্ত পারিনি। টি২০তে শেষ ম্যাচটা যাতে তেমন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ছেলেদের মধ্যে বিশ্বাস আছে, ভারতকে যে কোন ফরমেটে, যে কোন দিন হারানো সম্ভব। আমরা ম্যাচ ও সিরিজজয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’
×