ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্তিম মুহূর্তে আত্মঘাতী গোলে সর্বনাশ বাংলাদেশের

প্রকাশিত: ০৫:১৫, ৭ নভেম্বর ২০১৭

অন্তিম মুহূর্তে আত্মঘাতী গোলে সর্বনাশ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ খেলা শেষ হতে আর মাত্র ৩০ সেকেন্ড বাকি। এই সময়টা প্রতিপক্ষকে রুখে দিতে পারলে কেল্লাফতে। কিন্তু একি, গোল খেয়ে বসল বাংলাদেশ যুব দল, তাও আবার আত্মঘাতী! এই আক্ষেপ কোথায় রাখা যায়! এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘বি’ গ্রুপে সোমবার এমনটাই ঘটেছে। তাজিকিস্তানের হিশর সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে উজবেকিস্তানের কাছে ১-০ গোলে হেরে মূলপর্বে যাবার পথটা বড্ড কঠিন করে ফেলল লাল-সবুজ বাহিনী। বাংলাদেশের গ্রুপে (‘বি’গ্রুপ) সব থেকে শক্তিধর দল উজবেকিস্তান। তাই বাছাই পর্বে আগের দুই ম্যাচে সেরা পারফর্ম করা বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামলেও তাদেরকে আটকে রেখে অন্তত এক পয়েন্ট ছিনিয়ে নিতে পারলেই খুশি হতো। কিন্তু চ্যালেঞ্জটা সহজ ছিল না কোচ মাহবুব হোসেন রক্সির জন্য। উজবেকিস্তান শুধু অন্যতম ফেবারিট দল তাই নয়, টুর্নামেন্টে তাদের রেকর্ডও অনেক ভালো। এর আগে চারবার সেমিফাইনাল খেলেছে তারা একবার হয়েছে রানার্সআপ। ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনুর্ধ ১৯ ফুটবলের বাছাই পর্বে উজবেকদের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই তুলনায় ২০১৭ সালের বাংলাদেশ দলটি অবশ্যই ভাল খেলেছে। বলতে গেলে পুরো ম্যাচটাই তো উজবেকিস্তানকে আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু অন্তিম মুহূর্তে আত্মঘাতী গোলে সর্বনাশ হয়ে গেল বাংলাদেশের। বাংলাদেশের এখনো এক ম্যাচ বাকি আছে। তবে তাজিকিস্তানের বাকি দুই ম্যাচের ফলাফলের ওপরও ভাগ্য অনেকটা নির্ভর করছে লাল-সবুজদের। কেননা তৃতীয় ম্যাচে নামার আগেই বাংলাদেশের সমান ৪ পয়েন্ট হলেও গোল গড়ে (+৬, বাংলাদেশের +০) অনেক এগিয়েছিল তাজিকিস্তান। রানার্সআপ হয়ে তাদের চূড়ান্তপর্বে যাবার সম্ভাবনা তাদেরই বেশি। বাংলাদেশের সম্ভাবনা থাকলেও সেটা বাস্তবে রূপ দিতে হলে নিজেদের চতুর্থ ম্যাচে (প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ৮ নবেম্বর) অনেক বেশি গোলে জিততে হবে তাদের। অন্যদিকে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্ব প্রায় নিশ্চিত উজবেকিস্তানের। তবে সোমবার বাংলাদেশের জন্য দুর্ভাগ্য শেষ মুহূর্তে ম্যাচটি হারে ডিফেন্ডার আতিকুজ্জামানের আত্মঘাতী গোলে। উজবেকিস্তান পুরো ম্যাচেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলে। বাংলাদেশ খেলে ডিফেন্সিভ স্টাইলে। পুরো ম্যাচে উজবেকদের ১৪ কর্নারের বিপরীতে ১টিও পায়নি বাংলাদেশ! বাছাইপর্বের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ এবং আয়োজক দেশসহ ১৬ দল নিয়ে হবে মূল পর্ব।
×