ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপূর্ব-উর্মিলার ‘সোনার শেকল’

প্রকাশিত: ০৫:২৮, ৫ নভেম্বর ২০১৭

অপূর্ব-উর্মিলার ‘সোনার শেকল’

স্টাফ রিপোর্টার ॥ ‘সোনার শেকল’ নামে একটি ধারাবাহিক নাটকে আবারও একসঙ্গে অভিনয় করছেন অপূর্ব ও উর্মিলা। শফিকুর রহমান শান্তনু রচিত নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। ধারাবাহিকটি প্রতি শনি ও রবিবার রাত আটটায় এটিএন বাংলায় নিয়মিত প্রচার শুরু হয়েছে। নাটকটি প্রযোজনা করেছে পিআর প্রোডাকশনস। ‘সোনার শেকল’-নাটকে আরও অভিনয় করছেন তারা হলেন শবনম ফারিয়া, আরফান আহমেদ, বাঁধন, নওশীন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, আবুল হায়াত, কে এস ফিরোজ, সাবেরী আলম, শাহাদাৎ, জয়রাজ, অলিউল হক রুমি, রিমি করিম, সিগ্ধা শ্রাবন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে মেধাবী সচ্চরিত্রবান ছেলে অর্কর জীবনে প্রায় সবকিছুই গোছানো। ভাল একটা চাকরির অফার আছে পাশাপাশি উচ্চশিক্ষার জন্য জাপানে স্কলারশিপেরও চেষ্টা চলছে। শমীর সঙ্গে তার তিন বছরের প্রেমের সম্পর্ক শেষে কাল এনগেজমেন্ট। কিন্তু আগেরদিন রাতে হঠাৎ গোয়েন্দা পুলিশ এসে অর্ককে ধরে নিয়ে যায়। গোয়েন্দা অর্ককে জুই নামে একটি মেয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, যাকে পুলিশ খুঁজছে। দুই দিন আগে পুলিশ জুইয়ের বাসায় অভিযান চালায়। সেখানে তারা একটি ডায়রি পায় যেখানে অর্ক সম্পর্কে অনেক কিছু লেখা। কিন্তু অর্ক জানায় এই নামের কোন মেয়েকে সে চেনে না। কিন্তু এরই মধ্যে পাড়া প্রতিবেশীসহ দুএকটা পেপারে অপরাধী হিসেবে অর্কর নাম চলে আসে। অনিবার্য কারণে অর্কর বিয়েটা ভেঙ্গে যায়, কনফার্ম চাকরি হাত ছাড়া হয়, অর্কর বড় ভাই-ভাবি বাসায় হুলুস্থুল বাধিয়ে দেয়। এতবড় ঘটনায় এখন তারা সমাজে মুখ দেখাবে কি করে। মাত্র ২৭ ঘণ্টা হাজতে থাকার কারণে অর্কর ২৭ বছরের গোটা জীবনটাই যেন ওলট-পালট হয়ে যায়। নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তার গল্প নির্বাচন আমার বেশ ভাললাগে। তিনি বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করি দর্শকের ভাল লাগবে। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে ভাল করার চেষ্টা করেছেন। উর্মিলাও অভিনয়ে আগের চেয়ে অনেক ভাল করছে। উর্মিলা বলেন, গল্পটার গভীরতা আছে। সৈয়দ শাকিল ভাইয়ের এই ধারাবাহিকটি নিয়ে আমি সত্যিই খুব আশাবাদী। অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করাটা সবসময়ই আমি ভীষণ উপভোগ করি, কারণ তিনি খুব সহযোগিতা করেন। ভিন্নধারার গল্পের সোনার শেকল দেখার জন্য দর্শকের কাছে বিশেষ অনুরোধ রইল।
×