ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে চলছে শিল্প ও বাণিজ্য মেলা

প্রকাশিত: ০৬:৩৩, ২ নভেম্বর ২০১৭

কেরানীগঞ্জে চলছে শিল্প ও বাণিজ্য মেলা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ ॥ কেরানীগঞ্জে চলছে শিল্প ও বাণিজ্য মেলা ২০১৭। আটিভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ীভাবে গড়ে ওঠা মেলায় ৭৮টি স্টল রয়েছে। নান্দনিকতায় ছোঁয়ায় নির্মিত স্টলগুলোর অবস্থান দৃষ্টি কাড়ছে আগত লোকজনের। বিনোদনের জন্য আছে সার্কাস শো, পুতুলনাচ, শিশু রাইড, ভূতেরবাড়ি, নাগরদোলাসহ হরেকরকম আয়োজন। রয়েছে মুখরোচক নানা খাবারের ব্যবস্থা। স্টলগুলো সেজেছে তৈরি পোশাক, প্রসাধন সামগ্রী, ক্রোকারিজ, ইলেক্ট্রনিকসহ নানা পণ্য দিয়ে। রয়েছে বেশ কয়েকটা বইয়ের স্টলও। কেরানীগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেছে আটিভাওয়াল উচ্চ বিদ্যালয় ও ভাওয়াল ক্লাব। মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মনিপুরী তাঁতি শিল্প ও জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, মেলা হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অংশ। এখানে নানা মত ও পথের সমাগম হয়। নারী, পুরুষ ও শিশু নির্ভেজাল বিনোদন পায় এখান থেকে। ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফোরামের উদ্যোগে ভ্যাট প্রশিক্ষণ কোর্স অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফোরাম’ সম্প্রতি হাতে কলমে ভ্যাট প্রশিক্ষণের জন্য ৬ দিনব্যাপী সার্টিফিকেট কোর্স চালু করেছে এবং চলবে ৬টি শুক্রবার। ক্লাস হয় সকালে এবং বিকেলে আলাদা ব্যাচে। হাতে কলমে ৬ দিনের ভ্যাট প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্সের বিষয়বস্তু : মূল্য সংযোজন কর আরোপ ও কর প্রদানকারী, মূসক হার ও মূসক আরোপযোগ্য মূল্য নির্ধারণসহ অন্যান্য শুল্ক ও কর আদায়, ফেরত প্রদান, ডিউটি ড্র ব্যাক, ভ্যাট অডিট ইত্যাদি বিষয়। আর ৫ দিনের হাতে কলমে ট্যাক্স প্রশিক্ষণ কর্মশালা চলবে ৫ শুক্রবার। ক্লাস হয় সকালে এবং বিকেলে আলাদা ব্যাচে। এছাড়া ফোরামটি সম্প্রতি ঢাকা এবং চট্টগ্রামে হাতে কলমে মাইক্রোসফট এক্সেল শেখানোর প্রকল্প ‘এক্সেল পাঠশালা’ চালু করেছে।
×