ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওষুধ কোম্পানির লাইসেন্স পাচ্ছে সালভো কেমিক্যাল

প্রকাশিত: ০৩:৫৩, ৩১ অক্টোবর ২০১৭

ওষুধ কোম্পানির লাইসেন্স পাচ্ছে সালভো কেমিক্যাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত কেমিক্যাাল উৎপাদনকারী কোম্পানি সালভো কেমিক্যাল লিমিটেড ওষুধ কোম্পানির লাইসেন্স পেতে যাচ্ছে। কোম্পানিটি সম্প্রতি ওষুধ কোম্পানির আবেদন করে। লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। এছাড়া কোম্পানিটির জিংক সালফেট উৎপাদনের নতুন প্রজেক্টটি শীঘ্রই চালু হবে। এ প্রসঙ্গে কোম্পানির এক উর্ধতন কর্মকর্তা বলেন, ওষুধ কোম্পানির লাইসেন্স আবেদন করা হয়েছে বেশ কিছুদিন হলো। এটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কোম্পানির ৮০ ভাগ শেয়ার সালভো কেমিক্যালের রয়েছে। এদিকে সোমবার সালভো কেমিক্যালের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ৫ শতাংশ স্টক বোনাস লভ্যাংশ প্রদান করে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের (১২ মাসের হিসাবে) আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। আগের বছর একই সময়ে (১৮ মাসের হিসাবে) এর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা। আর ৩০ জুন ২০১৭ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৯১ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নবেম্বর।
×