ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ দেয়নি দুই কোম্পানি

প্রকাশিত: ০৫:৪১, ৩০ অক্টোবর ২০১৭

লভ্যাংশ দেয়নি দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা গ্রুপের দুই কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি দুটি হচ্ছে- মেঘনা পেট ও মেঘনা কনডেনসড মিল্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে মেঘনা পেট শেয়ারপ্রতি লোকসান করেছে ৪০ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) লোকসান হয়েছে ৩ টাকা ২০ পয়সা। অন্যদিকে মেঘনা কনডেনসড মিল্কের শেয়ারপ্রতি ৭ টাকা ২৭ পয়সা লোকসান হয়েছে। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) লোকসান হয়েছে ৩৬ টাকা ১৯ পয়সা। কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার মাইডাসের ইপিএস কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চলতি মাসের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছর একই সময় থেকে কিছুটা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ৩০ সেপ্টেম্বর ২০১৭ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৩৫ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১.৫০ টাকা। অর্থাৎ মুনাফা কমেছে ০.১৫ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬২ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত এনএভিপিএস দাঁড়িয়েছিল ৯.৬০ টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে কোম্পানিটর ইপিএস হয়েছে ০.৩৭ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.৩৮ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×