ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিওয়ের টাকা ব্যবহার না করেই ওয়াইম্যাক্সের বোনাস ঘোষণা

প্রকাশিত: ০৫:৩৪, ৩০ অক্টোবর ২০১৭

আইপিওয়ের টাকা ব্যবহার না করেই ওয়াইম্যাক্সের বোনাস ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে ইস্যু করা ১.৫০ কোটি শেয়ারের বিপরীতে ১৫ কোটি টাকা এখনও ব্যবহার শুরু করতে পারেনি ওয়াইম্যাক্স ইলেক্ট্র্রোডস। এরই মধ্যে গত শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে। অথচ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর আগেই শেয়ারপ্রতি মুনাফা কমে গেছে। এমতাবস্থায় কোম্পানির বোনাস শেয়ার ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিগুলো বোনাস শেয়ার প্রদান করে থাকে। কিন্তু ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে আইপিওতে উত্তোলিত অর্থ এখনও ব্যবহার করতে পারেনি ওয়াইম্যাক্স ইলেক্ট্র্রোডস। এমনকি প্রসপেক্টাস অনুযায়ী, এই ফান্ড ব্যবহার করতে ১ বছর সময় লাগবে। তারপরেও ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় শনিবার ১০ শতাংশ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াইম্যাক্স কর্তৃপক্ষ। দেখা গেছে, চলতি বছরে ওয়াইম্যাক্স ইলেক্ট্র্রোডস শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে। যার শতভাগ এখনও অব্যবহৃত রয়েছে। যা সম্পূর্ণ ব্যবহার করতে ১ বছর বা প্রায় ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময় লাগবে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ ২০১৬-১৭ অর্থবছরের মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ না করে, বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর আগেই শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে গেছে। কোম্পানিটির ২০১৫-১৬ অর্থবছরের ২.১৯ টাকার ইপিএস ২০১৬-১৭ অর্থবছরে হয়েছে ২.০৯ টাকা। এক্ষেত্রে ২০১৬-১৭ অর্থবছরে ইপিএস কমেছে ১০ পয়সা বা ৫ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরের ইপিএস গণনায় আইপিওতে ইস্যুকৃত ১৫ কোটি টাকার শেয়ার বিবেচনায় আসেনি। কারণ এই শেয়ার ২০১৬-১৭ অর্থবছরের পরে ইস্যু করা হয়েছে। অন্যথায় কোম্পানিটির ইপিএস নেমে আসত ১.৪১ টাকায়। তবে কোম্পানির ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার আইপিওতে বিজয়ী বিনিয়োগকারীসহ সবাই পাবেন। ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডসে বোনাস শেয়ার ইস্যুতে ৪ কোটি ৫৯ লাখ টাকার মূলধন বাড়বে। এছাড়া রিজার্ভের পরিমাণও বাড়বে। কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি ২.০৯ টাকা হিসেবে মোট মুনাফা হয়েছে ৬ কোটি ৪৬ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফা থেকে ৪ কোটি ৫৯ লাখ টাকা বা ৭১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে বাকি ১ কোটি ৮৭ লাখ টাকা বা ২৯ শতাংশ রিজার্ভে যোগ হবে। কোন কারণ ছাড়া একটি কোম্পানিকে বোনাস শেয়ার ইস্যু করার সুযোগ দেয়া ঠিক না বলে জানান দ্য ইনস্টিটিউট অব কষ্ট এ্যান্ড ম্যানেজম্যান্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি এএসএম শায়খুল ইসলাম। এই শেয়ার ইস্যুর ক্ষেত্রে অবশ্যই সুনির্দিষ্ট কারণ থাকা উচিত। যা শেয়ারহোল্ডারদের অবগত করতে হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বলেন, অসংখ্য কোম্পানি কোন কারণ ছাড়াই বোনাস শেয়ার ইস্যু করছে। এটাকে কাজে লাগিয়ে কোম্পানিগুলো তাদের দুর্বলতা আড়াল করছে। এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ওয়াইম্যাক্স ইলেক্ট্র্রোডসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ ইকরামুল ইসলাম।
×