ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরণ্যকের ‘দীপু স্মৃতি পদক’ পেলেন জ্যোতি সিনহা

প্রকাশিত: ০৩:৩২, ৩০ অক্টোবর ২০১৭

আরণ্যকের ‘দীপু স্মৃতি পদক’ পেলেন জ্যোতি সিনহা

স্টাফ রিপোর্টার ॥ মণিপুরি থিয়েটারের অন্যতম প্রধান অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। নন্দিত এই শিল্পী এবার আরণ্যক প্রবর্তিত ‘দীপু স্মৃতি পদক- ২০১৭’ পেয়েছেন। শুক্রবার বিকেলে জাতীয় নাট্যশালায় আরণ্যকের ৪৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। বাংলাদেশের নাট্যাঙ্গনের গুরুত্বপূর্ণ এই পদক জ্যোতি সিনহার হাতে পদক তুলে দেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মান্নান হীরা, শাহ আলম দুলাল, শুভাশিস সিনহা, অলোক বসু, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকারসহ আরও অনেকে। এর আগে পদকটি পেয়েছেন শিমুল ইউসুফ, তারিক আনাম খান, এস এম সোলায়মান, ত্রপা মজুমদার, মলয় ভৌমিক ও ঝিমিত চাকমা। জ্যোতি সিনহা ২১ বছর ধরে মণিপুরি থিয়েটারের সঙ্গে যুক্ত। তিনি একাধারে অভিনেত্রী, নির্দেশক, কস্টিউম ডিজাইনার ও কোরিওগ্রাফার। অভিনয় করেছেন ২০টিরও অধিক নাটকে। তার মধ্যে ‘কহে বীরাঙ্গনা’, ‘লেইমা’, ‘দেবতার গ্রাস’, ‘শ্রীকৃষ্ণকীর্তন’, ‘ইঙাল আঁধার পালা’, ‘বিদেহ’ প্রভৃতি। তার অভিনীত একক নাটক ‘কহে বীরাঙ্গনা’ বাংলা নাট্যমঞ্চে এক অনবদ্য সংযোজন। কর্মের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে পেয়েছেন প্রাচ্যনাট তরুণ নাট্যকর্মী সম্মাননা, জীবন সংকেত নাট্যগোষ্ঠী সম্মাননা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য প্রকাশনা সংস্থা ‘পৌরি’র সম্মাননা। ভারতের অসমের মণিপুরি অডিও ভিজ্যুয়াল এল এল প্রোডাকশন তাকে ‘রতনন্দিনী’ খেতাব প্রদান করে।
×