ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৫ দশমিক ২১ শতাংশ

প্রকাশিত: ০৬:১২, ২৯ অক্টোবর ২০১৭

পুুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৫ দশমিক ২১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক ও লেনদেন উভয় কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৩৫ শতাংশ বা ২১ দশমিক ৩০ পয়েন্ট। আর লেনদেন কমেছে দশমিক ৬৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৪৮ কোটি ৮৩ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে দশমিক ৬৬ শতাংশ। একই সঙ্গে ডিএসইতে কমেছে সব ধরনের সূচকও। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৩৫ শতাংশ বা ২১ দশমিক ৩০ পয়েন্ট। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত উত্তেজনাকে কেন্দ্র করে সপ্তাহের শুরু থেকেই শেয়ার বিক্রির চাপ বজায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের বড় একটি অংশগ্রহণ বাড়ার কারণে সূচকের ইতিবাচক প্রবণতা ফিরে আসে। ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৯৭ শতাংশ বা ১২ দশমিক ৯৫ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৬৬ শতাংশ বা ১৪ দশমিক ৪০ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ২০৭ টির আর অপরিবর্তীত ছিল ১৬ টির। অন্যদিকে মোট লেনদেনের ৮৬ দশমিক ৫২ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৪ দশমিক ৫১ শতাংশ বি ক্যাটাগরির, ৭ দশমিক ২ শতাংশ এন এবং ১ দশমিক ৯৪ শতাংশ ছিল জেড ক্যাটাগরির কোম্পানির দখলে। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, ব্র্যাক ব্যাংক, বিবিএস কেবল, ইফাদ অটো, গ্রামীন ফোন, আমরা নেটওয়ার্ক, আইডিএলসি, রংপুর ফাউন্ড্রি, এক্সিম ব্যাংক ও উত্তরা ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : জেমিনি সী ফুড, সাফকো স্পিনিং, মুন্নু জুট স্টাফলার, রংপুর ফাউন্ড্রি, বিআইএসএনএল, মুন্নু সিরামিক, স্টাইল ক্রাফট, ওয়াটা কেমিক্যাল, এপেক্স ফুড ও আরডি ফুড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঝিল বাংলা সুগার, শাইন পুকুর সিরামিক, শ্যামপুর সুগার, কে এ্যান্ড কিউ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এসিআই ফর্মূলেশন, লিব্রা ইনফিউশন, আরামিট সিমেন্ট, বেক্সিমকো ফার্মা ও খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং।
×