ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে ২২৩ কোটি টাকার আলু হিমাগারে

প্রকাশিত: ০৪:০১, ২৯ অক্টোবর ২০১৭

রংপুরে ২২৩ কোটি টাকার আলু হিমাগারে

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ॥ রংপুর অঞ্চলের আট জেলায় প্রায় ২০ লাখ টন আলু লোকসানের আশঙ্কায় অবিক্রীত অবস্থায় হিমাগারে পড়ে আছে। এসব আলুর বাজার মূল্য প্রায় ২২২ কোটি ৮০ লাখ টাকা। রংপুর বিভাগের হিমাগার ( কোল্ড স্টোরেজ ) মালিক ও চাষীদের কাছ থেকে এসব তথ্য জানা যায়। তারা বলছেন, গত মৌসুমে অধিক আলু উৎপাদিত হওয়ায় এখন বাজারে তেমন চাহিদা নেই। দামও নিম্নমুখী। এ ছাড়া কাঙ্খিত হারে আলু রফতানি না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিমাগার মালিক ও আলুচাষীরা জানান, অনেক স্থানে নতুন আলু রোপণ শুরু হচ্ছে। কিন্তু এ বিপুল পরিমাণ আলু এখনই বিক্রি করতে না পারলে তা খাবার অনুপযোগী হয়ে পড়বে। এখন আলুর প্রকার ভেদে গড়ে ১১ হাজার ৩০০ টাকা প্রতি টন বিক্রি হচ্ছে। এ হিসেব মতে যে পরিমাণ আল এখন অবিক্রীত অবস্থায় রংপুর বিভাগের হিমাগারগুলোতে পড়ে আছে তার আর্থিক মূল্য প্রায় ২২২ কোটি ৮০ লাখ টাকা হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এ অঞ্চলের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। তাই কৃষকরা তাদের উৎপাদিত একটি ফসলের আয় থেকে পরের মৌসুমের ফসল উৎপাদন করে থাকে। রংপুর অঞ্চলের প্রধান ফসল ধানের পরেই আলুর অবস্থান। এবারের বন্যায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির পর কৃষকরা ভেবেছিলেন আলু চাষ করে এ ক্ষতি পুষিয়ে নেবেন।
×