ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রা ফেডারেশনের ১৫ দফা

প্রকাশিত: ০৩:৪২, ২৯ অক্টোবর ২০১৭

যাত্রা ফেডারেশনের ১৫ দফা

স্টাফ রিপোর্টার ॥ দেশের ভগ্নপ্রায় যাত্রা শিল্পকে বাঁচাতে ১৫ দফা তুলেছেন বাংলাদেশ যাত্রা ফেডারেশন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত ফেডারেশনের দ্বিতীয় জাতীয় সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়। এ সময় সম্মেলন উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জমান নূর। এতে প্রধান অতিথি ছিলেন নাট্যজন মানুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাম্মানিত সভাপতি তাপস সরকার এবং কাউন্সিল পর্বে সভাপতিত্ব করেন নব গঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গোলাম সারোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট হাসান কবির শাহীন। ফেডারেশনের ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-যাত্রাকে সান্ধ্যকালীন করার জন্য সরকারী পদক্ষেপ গ্রহণ ও প্রদর্শনীর অনুমতি সহজতর করা, সরকার গঠিত যাত্রাশিল্প উন্নয়ন কমিটিতে ফেডারেশনের সভাপতি ও সম্পাদককে অন্তর্ভুক্ত করা, যাত্রা শিল্পে অশ্লীলতা প্রদর্শনকারীদের বিচারের জন্য উপযুক্ত আইন প্রণয়ন, নিবন্ধিত যাত্রা দলগুলোকে পুনঃযাচাই করত নিবন্ধন সনদ প্রদান রিভিউ, প্রতিবছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক উৎসব আয়োজন করা, বিটিভিতে প্রতি সপ্তাহে একদিন যাত্রাপালা সম্প্রচাারের ব্যবস্থা করা, পেশাদার যাত্রাশিল্পীদের জন্য মাসিক ভাতাসহ ষাটোর্ধ শিল্পীদের পেনশন প্রদান।
×