ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাজিকিস্তান গেল বাংলাদেশের যুবারা

প্রকাশিত: ০৪:২১, ২৮ অক্টোবর ২০১৭

তাজিকিস্তান গেল বাংলাদেশের যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে খেলতে শুক্রবার তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ফুটবল দল। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন জাফর ইকবাল, রহমত মিয়ারা। দেশ ছাড়ার আগে আরও একবার মূলপর্বে খেলার প্রত্যয়ের কথা শোনান ফুটবলার, কোচ ও কর্মকর্তারা। প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক তাজিকিস্তান। ৩১ অক্টোবরের এই ম্যাচটিই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচ মাহবুব হোসেন রক্সি। দেশ ছাড়ার আগে এ প্রসঙ্গে রক্সি বলেন, এই ম্যাচে জয় পেলে দলের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে। ফলে শক্তিশালী উজবেকিস্তানসহ গ্রুপের শ্রীলঙ্কা ও মালদ্বীপকেও হারানো সম্ভব হবে। এএফসির বাছাইপর্বে ১০ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এশিয়ার বয়সভিত্তিক দলগুলো। প্রতিটি গ্রুপের শীর্ষ দলগুলো ১৬ জাতির চূড়ান্তপর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। সেরা রানার্সআপ হিসেবে আরও ৫টি দল জায়গা পাবে চূড়ান্তপর্বে। সেই সঙ্গে অংশ নিবে স্বাগতিক দেশ। ভাল খেলার লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে দল। শুধু তাই নয় চূড়ান্তপর্বে যেতে চাই তারা। এ প্রসঙ্গে কোচ রক্সি বলেন, বাংলাদেশ দলে অনেক উদীয়মান ভাল খেলোয়াড় আছে, আমরা ভাল ফলাফলের মাধ্যমে চূড়ান্তপর্বে খেলার জন্য চেষ্টা করব। তবে আমাদের এগুতে হবে ধাপে ধাপে। মাত্র নয়দিনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে জানিয়ে বাংলাদেশ কোচ বলেন, প্রশিক্ষণের জন্য আরও বেশি সময় পেলে প্রস্তুতি ভাল হতো আরও। ভুটানে সাফ অনুর্ধ-১৮ ফুটবল দল থেকে চারটি পরিবর্তন নিয়ে এবারের স্কোয়াড সাজানো হয়েছে। ইনজুরির কারণে আল-আমিনকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। বাকি তিনজন হলেন নিপু, সাব্বির ও কিরণ। এরা বাদ পড়েছেন পারফর্মেন্সের বিবেচনায়। নতুন সুযোগ দেয়াদের নিয়ে আশাবাদী কোচ।
×