ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের রেকর্ড জয়, শীর্ষে নেপোলি

প্রকাশিত: ০৪:৩৬, ২৭ অক্টোবর ২০১৭

জুভেন্টাসের রেকর্ড জয়, শীর্ষে নেপোলি

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে বুধবার রাতে ইতিহাস গড়া জয় পেয়েছে জুভেন্টাস। আর দারুণ জয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে নেপোলি। স্পালকে নিজেদের মাঠে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর জেনোয়াকে ৩-২ গোলে হারিয়েছে নেপোলি। বর্তমানে নেপোলি ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। আগেরদিন জেতা ইন্টার মিলান ২৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় জুভেন্টাস। স্পালের বিরুদ্ধে তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে ১৪ মিনিটে বের্নারদেস্কির দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় জুভরা। ডানদিক থেকে দিবালার ক্রসে ব্রাজিলের ডগলাস কোস্টা বল বাড়ালে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে ওপরের বাঁকোণ দিয়ে জালে জড়ান ইতালির এই উইঙ্গার। আট মিনিট পর ২৫ গজ দূর থেকে নেয়া ফ্রিকিক থেকে ব্যবধান বাড়ান দিবালা। এ মৌসুমে লীগে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের গোল হলো ১১টি। ৩৪ মিনিটে ব্যবধান কমায় স্পাল। ৬৫ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে জোরালো শটে লীগে এ মৌসুমে নিজের চতুর্থ গোল করেন হিগুয়াইন। পরে একটি গোল বাতিল না হলে সিরি’এতে শততম গোলের মাইলফলকে পৌঁছাতেন আর্জেন্টিনার জাতীয় দল থেকে বাদ পড়া স্ট্রাইকার। ৭০ মিনিটে বাঁদিক থেকে কোস্টার ক্রসে হেডে দলের চতুর্থ গোলটি করেন কলম্বিয়ার মিডফিল্ডার জুয়ান কুয়ারডাডো। এক হালি গোল করে দারুণ রেকর্ড গড়েছে জুভেন্টাস। লীগের প্রথম ১০ ম্যাচে ৩১ গোল করে ৬৫ বছরের পুরনো একটি রেকর্ড নতুন করে লিখেছে তারা। ১৯৫১-৫২ মৌসুমে সর্বশেষ লীগের প্রথম ১০ ম্যাচে ৩২ গোল করেছিল এই জুভেন্টাসই। অল্পের জন্য সেই রেকর্ডটা অবশ্য টপকে যাওয়া হয়নি তাদের। কিন্তু লীগের প্রতি ম্যাচে গড়ে তিনটি গোল করার এই কৃতিত্ব অসাধারণ। শনিবার সান সিরোতে এসি মিলানের বিরুদ্ধে খেলবে জুভেন্টাস। গোলবন্যা বইয়ে দেয়া দলকেও তাই সাবধান করেছেন কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। তিনি বলেন, সান সিরোতে মিলানের বিরুদ্ধে আমরা যদি এমন ফুটবল খেলি তবে নিশ্চিত করেই হারব। গোল করতে পারাটা আনন্দের। কিন্তু আমরা এখনও এটা বুঝতে পারছি না যে একই সঙ্গে দলের মনোযোগ ও চাপ ধরে রাখাটাও জরুরী।
×