ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ লীগ কাপ, দুই গোলে এগিয়ে গিয়েও টটেনহ্যামের বিদায়

শেষ আটেচেলসি,ওয়েস্টহ্যাম ইউনাইটেড

প্রকাশিত: ০৪:৩২, ২৭ অক্টোবর ২০১৭

শেষ আটেচেলসি,ওয়েস্টহ্যাম ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ উত্তেজনাপূর্ণ ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ লীগ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। বুধবার রাতে লন্ডনের স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ব্লুজদের হয়ে গোল করেন এ্যান্টোনিও রুডিগার ও উইলিয়ান। এভারটনের পক্ষে একমাত্র গোলটি করেন ডমিনিক কালভার্ট-লুইন। আরেক ম্যাচ ঘটেছে অঘটন। ঘটনাবহুল ম্যাচে দুই গোলে এগিয়ে যেয়েও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুম থেকে ইংলিশ লীগ কাপের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হয়েছে ক্যারাবাও কাপ। লন্ডনের স্টামফোর্ড ব্রিজে এভারটনের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে খেলেই জয় তুলে নেয় ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান শিরোপাধারী চেলসি। ম্যাচের ২৮ মিনিটে রুডিগারের অসাধারণ হেড প্রতিপক্ষের জালে আশ্রয় নিলে ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় চেলসি। বিরতির পর সমতায় ফিরতে চেষ্টা চালালেও তাতে সফল হয়নি এভারটন। বরং যোগ করা সময়ে (৯২ মিনিট) ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের গোলে জয় নিশ্চিত করে ব্লুজরা। যোগ করা সময়ের শেষ মুহূর্তে (৯৪ মিনিট) ডমিনিক কালভার্ট-লুইন গোল করলে সেটি শুধু এভারটনের হারের ব্যবধান কমায়। আরেক ম্যাচে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধ স্বপ্নের মতো কাটে টটেনহ্যামের। খেলার ষষ্ঠ মিনিটে মোসা সিসোকোর গোলে লিড নেয় স্বাগতিকরা। বিরতির আট মিনিট আগে ডেলে আলির গোলে ব্যবধান দ্বিগুণ করেন টটেনহ্যাম। তবে বিরতির পরপরই ম্যাচে নাটকীয় মোড় নেয়। ৫৫ মিনিটে আন্দ্রে আইয়ুর গোলে ব্যবধান কমায় ওয়েস্টহ্যাম। পাঁচ মিনিট পর আইয়ুর গোলেই সমতায় ফেরে সফরকারীরা। দশ মিনিট পর এ্যাঙ্গেলো ওগবোন্নার গোলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম। প্রিমিয়ার লীগে ধুঁকতে থাকা দলটির অসাধারণ এই জয় নিশ্চিতভাবেই ক্লাবকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। টটেনহ্যাম বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই ফরাসী মিডফিল্ডার সিসোকোর গোলে এগিয়ে যায় স্পার্সরা। সং হেয়াং-মিনের পাস থেকে রক্ষণভাগকে বোকা বানিয়ে ওয়েস্টহ্যামের গোলরক্ষক আদ্রিয়ানকে পরাস্ত করতে কোন কষ্টই করতে হয়নি তার। ৩৭ মিনিটে ডেলে আলি টটেনহ্যামকে জয়ের পথ দেখান। কিন্তু বিরতির পর ১০ মিনিটের মধ্যেই ম্যাচটি প্রাণ ফিরে পায়। এডিমিলসন ফার্নান্দেসের শক্তিশালী শট স্পার্স গোলরক্ষক মিশেল ভোরাম ধরতে ব্যর্থ হলেও গোলপোস্টের বেশ কাছে থেকে বল জালে জড়ান আইয়ু। শুক্রবার প্রিমিয়ার লীগে ব্রাইটনকে ৩-০ গোলে বিধ্বস্ত করা ওয়েস্টহ্যাম মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ম্যানুয়েল লানজিনির ক্রস থেকে আইয়ুর মাধ্যমে সমতায় ফেরে। এরপর তাদের জয়টি এসেছে অনেকটা রূপকথার মতো। ম্যাচ শেষে বিলিচ বলেন, আমরা ম্যাচটি শুরু হওয়ার জন্য অপেক্ষা করিনি। আশা করেছিলাম ব্রাইটনের ম্যাচটি আবারও ফিরে আসবে। দলে বেশ কয়েকটি ইনজুরি সমস্যা ছিল। কিন্তু সবকিছুর পরও আমি শান্ত ছিলাম। দল বেশ প্রাণবন্ত ফুটবল খেলেছে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা ম্যাচের আবহ ধরে রেখেছিল। আশা করছি এ ধারা আমরা ধরে রাখতে পারব। গত সপ্তাহে লিভারপুলকে ৪-১ গোলে বিধ্বস্ত করা টটেনহ্যাম দলে ছিল সাতটি পরিবর্তন। মূল একাদশে ছিলেন না হ্যারি কেন, ক্রিশ্চিয়ান এরিকসেনের মতো তারকারা। হতাশ টটেনহ্যাম কোচ মরিসিও পোচেত্তিনো তাই বলেছেন, আগ্রাসনের অভাবেই দল হেরেছে। মাত্র ১৫ মিনিটের মধ্যে তিন গোল হজম কোনমতেই মেনে নেয়া যায় না। সেরা তারকাদের বিশ্রাম দেয়া প্রসঙ্গে স্পার্স বস বলেন, এখন এত বেশি ম্যাচ খেলা লাগে যে মাঝে মধ্যে অনেককে বিশ্রাম দিতে হয়। তাদের কারণে হেরেছি এটা আমি বলব না। আমরা দুই গোলে এগিয়ে ছিলাম। এরপর তিন গোল হজম কিছুতেই মেনে নেয়া যায় না। এভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া সত্যিই হতাশার।
×