ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

নভোচারীর বায়োপিক সিনেমায় প্রিয়াঙ্কা

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ অক্টোবর ২০১৭

নভোচারীর বায়োপিক সিনেমায় প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড শিরোপা জিতেছিলেন ২০০০ সালে। এর মধ্যে ১৭ বছর পেরিয়েছে। একই বছরে মিস ইউনিভার্স শিরোপা জয়ী আরেক ভারতীয় সুন্দরী লারা দত্ত গ্ল্যামার জগতে বিচরণ শেষে আরও কয়েক বছর আগেই বিয়েশাদি করে ঘর সংসার শুরু করেছেন। সন্তানের মা হয়েছেন। অথচ প্রিয়াঙ্কা বলিউড হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। ৩৫ বছরেও ও দুর্দান্ত যৌবনা এই সুন্দরী অভিনেত্রী কোটি কোটি সিনেমা দর্শকের হৃদয়ে উদ্দাম শিহরণ তুলছেন। এই বয়সে যেখানে নায়িকাদের বিদায় নিতে দেখা যায় বলিউডে। অথচ প্রিয়াঙ্কা ব্যস্ত বলিউডে, হলিউডে এবং ভারতের বিভিন্ন অঞ্চলের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার ব্যস্ততা শুধু অভিনয়েই নয়, তিনি ব্যস্ত বলিউডে নতুন সিনেমার চিত্রনাট্য বাছাইয়ে, তিনি ব্যস্ত হলিউডি সিনেমায় অভিনয়ে, তিনি ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের নতুন সিজন নিয়ে ব্যস্ত, ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমা প্রযোজনায়ও তার ব্যস্ততা লক্ষণীয়। এর বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে অনন্য আকর্ষণ হয়ে উঠতে দেখা যাচ্ছে প্রায়ই। একজন প্রিয়াঙ্কা একসঙ্গে এতগুলো ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সর্বক্ষণ আলোচনার কেন্দ্রবিন্দুতে ধরে রাখতে সক্ষম হয়েছেন। এটা তার অসাধারণ কৃতিত্ব হিসেবে বিবেচনা করা যায়। বলিউডে ১৬-১৭ বছরের ফিল্মি ক্যারিয়ারে বিভিন্ন ধরনের সিনেমায় নায়িকা হয়েছেন, নিজের মেধা ও যোগ্যতার উজ্জ্বল প্রমাণ দিয়েছেন। রূপের মোহজালে আবিষ্ট করেছে কোটি কোটি দর্শককে। গ্ল্যামারস সুন্দরী আবেদনময়ী হিসেবে তাকে যেমন দেখা গেছে রুপালি পর্দায় পাশাপাশি জটিল চ্যালেঞ্জিং ব্যতিক্রধর্মী চরিত্রে অনবদ্য অভিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেছে ‘বরফি’র মতো সিনেমায়। যেখানে এক প্রতিবন্ধী তরুণীর ভূমিকায় প্রিয়াঙ্কা স্মরণীয় অভিনয় করেছেন। বলিউডের বড় বড় নামী-দামী পরিচালক প্রযোজক ব্যানারের ছবিতে অভিনয় করেছেন তিনি। আবার প্রজন্মের নির্মাতারাও তাকে বেছে নিয়েছেন যোগ্য তারকা অভিনেত্রী হিসেবে। হিন্দী সিনেমার জনপ্রিয় প্রায় সব তারকা অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের অভিজ্ঞতাও হয়েছে তার। খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছা বলিউড কন্যা প্রিয়াঙ্কা গানের সুবাদে পাশ্চাত্যে পরিচিতি পাওয়ার পর হলিউড থেকে ডাক পান টিভি সিরিজ ‘কোয়ারিন্টকো’য় অভিনয়ের। এ্যাকশন থ্রিলার ধাঁচের এই আমেরিকান টিভি সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্র এ্যালেক্স পেরিশ রূপায়ণের সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন পুরো মাত্রায়। কোয়ান্টিকো সিরিজটি জনপ্রিয়তা পাওয়ায় হলিউডে প্রিয়াঙ্কার ক্যারিয়ার ভিন্ন মাত্রা পেয়েছে। ফলে বলিউডে ব্যস্ততা কমিয়ে হলিউডে মনোযোগী হয়েছেন। তিনি গত কয়েক বছরে। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের কয়েকটি সিজনে সফল অভিনয়ের সুবাদে পাশ্চাত্যে এখন প্রিয়াঙ্কার জয়জয়কার। এ ছাড়া বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা হলিউডের সিনেমা ‘বেওয়াচ’-এ অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। এ ছবিটি চলতি বছরে মুক্তি পেয়েছে। ‘বেওয়াচ’ ছবিতে খলনায়িকার ভূমিকায় তার অভিনয় সবার মনোযোগ আকর্ষণ করেছে। ‘বেওয়াচ’ বক্স অফিসে তেমন ভাল ফলাফল করতে না পারলেও হলিউডে প্রিয়াঙ্কার মিশন থেমে যায়নি। ইতোমধ্যে আরও দুটি হলিউডি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘কিড লাইক জেক’ এবং ‘ইজ নট ইট রোমান্টিক’ ছবি দুটিতে তাকে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে। হলিউডে একটি মিনি কমেডি টিভি সিরিজ প্রযোজনার পরিকল্পনা রয়েছে তার। গত কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনায় নিয়োজিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের হিন্দী ছবি নয় ভারতের বিভিন্ন আঞ্চলিক ছবি প্রযোজনার মাধ্যমে আলাদা খ্যাতি অর্জন করেছেন। এর মধ্যে মারাঠি ভাষায় নির্মিত ‘ভেন্টিলেটর’ এবং সিকিমের ছবি ‘পাহুনা’ এর প্রযোজক হিসেবে প্রিয়াঙ্কার সুনাম ফড়িয়ে পড়েছে দেশ বিদেশে। ওদিকে ভারতীয় বংশো™ূ¢ত নারী নভোচারী কল্পনা চাওলাকে নিয়ে বায়োপিক নির্মাণের আয়োজন করছেন তিনি। যাতে তিনি নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায় থাকছেন। দীর্ঘদিনের অভিনয় জীবনে আমির খানের সঙ্গে কোন সিনেমায় অভিনয় না করলেও এবার প্রিয়াঙ্কা চোপড়া একটি সিনেমায় বলিউডের এই তুখোড় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় নভোচারী রাকেশ শর্মার বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিতব্য বায়োপিক সিনেমা ‘স্যালুট’-এ আমির খানের বিপরীতে নায়িকা সাজবেন প্রিয়াঙ্কা। এর বাইরে বিখ্যাত একটি উপন্যাস অবলম্বনে নির্মিতব্য কোর্টরুম ড্রামা সিনেমা ‘তুলিয়া’য় আইনজীবী ভানিতা গুপ্তার চরিত্রে অভিনয়ের ব্যাপারে পাকা কথা দিয়েছেন বিখ্যাত হয়ে বলিউড কন্যা। সব মিলিয়ে বলিউড-হলিউড মিলিয়ে দুই জায়গাতেই নিজেকে ভীষণ ব্যস্ত রাখছেন প্রিয়াঙ্কা চোপড়া। ৩৫ এ পৌঁছেও তার রূপ যৌবন, কাজের ব্যস্ততা, চাহিদা, এগিয়ে যাওয়ার গতি কোন কিছুতেই ভাটা পড়েনি। বরং তার কাজকর্ম অনেক গোছাল এবং সুন্দর হয়েছে। এভাবে বলিউড এবং হলিউডে নিজেকে ব্যস্ত, চাহিদাসম্পন্ন রাখতে সক্ষম হবেন বলে মনে করি।
×