ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু ফেদেরারের

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ অক্টোবর ২০১৭

জয় দিয়ে শুরু ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই বাসেল ওপেনের মিশন শুরু করেছেন রজার ফেদেরার। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ফেড এক্সপ্রেস এদিন ৬-১ এবং ৬-৩ গেমে পরাজিত করেন আমেরিকার তরুণ প্রতিভাবান খেলোয়াড় ফ্রান্সেস টিয়াফোকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা রজার ফেদেরার ছাড়াও এদিন জয় দিয়ে যাত্রা শুরু করেছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচ, বেলজিয়ামের ডেভিড গোফিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাক সক। বয়সে ছত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। কিন্তু তারপরও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। বছরটা শুরু করেছিলেন প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে। এরপর উইম্বলডনেও বাজিমাত করেন তিনি। সম্প্রতি সাংহাই মাস্টার্সের ট্রফিটাও নিজের শোকেসে তোলেন ফেড এক্সপ্রেস। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে। যে কারণেই বাসেল ওপেনে এবার ফেবারিটের তকমাটা গায়ে মেখে কোর্টে নামেন তিনি। শুরুটাও করলেন দারুণভাবে। নিজের প্রথম ম্যাচ জিতে সন্তুষ্ট ফেদেরার। এ বিষয়ে তিনি বলেন, ‘এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। তবে একের পর এক জেতাটা মোটেও সহজ বিষয় নয়। যতই জয় পাব ততই সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব। তবে বাসেল ওপেনের প্রথম ম্যাচ জয়ের পর একটু বেশিই ভাল লাগছে। কেননা প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সেস বেশ শক্তিশালী।’
×