ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বোলারদের প্রশংসায় পঞ্চমুখ সরফরাজ

প্রকাশিত: ০৫:৫১, ২৫ অক্টোবর ২০১৭

বোলারদের প্রশংসায় পঞ্চমুখ সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছে পাকিস্তান। ২-০তে টেস্ট হারের পর সরফরাজ আহমেদদের এ সাফল্য একটু বেশিই আনন্দের। মূলত ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ের পর থেকেই পঞ্চাশ ওভারের ক্রিকেটে উড়ছে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। এজন্য বোলারদের বিশেষ কৃতিত্ব দিয়েছেন তিন ফরমেটের অধিনায়ক, ‘আমি খুবই খুশি এ কারণে, যখনই যে সুযোগ পেয়েছে সে-ই পারফর্মেন্স করেছে। ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচেই (শেষ ওয়ানডে) পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে কার্যকর ভূমিকা রেখেছে উসমান খান। আসলে শারজায় প্রথম পাঁচ ওভারেই প্রতিপক্ষকে ছিটকে দিয়ে জয়ের পথ তৈরি করে সে। আমরা দিনে দিনে আরও বেশি শক্তিশালী হচ্ছি। আমাদের হাতে এখন অনেক বেশি অপশন (বিকল্প) রয়েছে। ব্যাটিংয়ে অবশ্য আরও বেশি পারফর্ম করতে হবে। যদি আমরা ২৭০-২৮০ রান করতে পারি তবে সেটি রক্ষা করার মতো সার্মথ্য বোলারদের রয়েছে।’ বলেন সরফরাজ। মোহাম্মদ আমিরের অনুপস্থিতির প্রসঙ্গ টেনে অধিনায়ক আরও যোগ করেন, ‘ইনজুরির কারণে আমাদের প্রধান স্ট্রাইক বোলার আমির দলে ছিল না। উসমান সেই খালি জায়গাটি পুষিয়ে দিয়েছে এবং শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছে। সাফল্যের পথে এটি আমাদের জন্য অনেক বড় উদাহরণ।’ পঞ্চম ও শেষ ম্যাচে তরুণ বাঁহাতি পেসার উসমানের বোলিং তোপে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। নিজের প্রথম ২১ ডেলিভারিতেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন উসমান। ওয়ানডে ইতিহাসে যেটি তৃতীয় দ্রুততম পাঁচ শিকারের নজির। এরপর ২০তম ওভারের দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার ছুড়ে দেয়া ১০৪ রানের টার্গেট ১ উইকেট হারিয়েই টপকে যায় পাকিস্তান। ৯ উইকেটের বড় জয়ে ওয়ানডেতে লঙ্কানদের প্রথমবারের মতো পাঁচ ওয়ানডের দীর্ঘ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবায় সরফরাজের দল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে এটি তাদের টানা নবম জয়। ৭ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন উসমান, ‘যা হয়েছে তা সহজ ছিল না, তবে দলের পরিবেশ আমাকে উৎসাহ দিয়েছে ভাল করতে। বোলিং কোচের কাছ থেকে শিখেছি। লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছি।’ বলেন তিনি। আর ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন আরেক তরুণ হাসান আলী। প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন তিনি। ‘দুর্দান্ত এক অনুভূতি বিশ্বসেরা হওয়া। পরিকল্পনা মাফিক বোলিং করেছি। নিজের প্রতি আত্মবিশ্বাসী আমাকে ভাল করতে সাহস দিয়েছে।’ বলেন তিনি। অন্যদিকে লজ্জাজনকভাবে সিরিজ হারের পর শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। পুরো সিরিজে আমরা ২৫০ রানের কাছাকাছিও যেতে পারিনি। এমনকি মাত্র দু’বার ২ শ’র কোটা অতিক্রম করেছি। কখনই চাপ নিয়ে খেলতে পারিনি। শেষ ওয়ানডেতে উসমানের বোলিংয়ের জবাব দিতে পারিনি। ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচন ও ধৈর্যের অভাবে আমাদের এমন লজ্জা নিয়ে সিরিজ শেষ করতে হলো।’ টি২০তে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী থারাঙ্গা। যদিও এই সিরিজ থেকে আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার শুরু তিন টি২০’র সিরিজে নেতৃত্বে থিসারা পেরেরা। প্রথম দুটি আমিরাতে, আর ২৯ তারিখ শেষটি হবে লাহোরে।
×