ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকারী ক্রয় ডিজিটাইজেশন প্রকল্পের উদ্বোধন আজ

প্রকাশিত: ০৪:১৫, ২৫ অক্টোবর ২০১৭

সরকারী ক্রয় ডিজিটাইজেশন প্রকল্পের উদ্বোধন আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) সরকারী ক্রয় ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। বিশ্বব্যাংকের সহায়তায় গৃহীত বাস্তবায়ন পরিবীক্ষণ ও সরকারী ক্রয় ডিজিটাইজেশন শীর্ষক এ প্রকল্পটি জুলাই ২০১৭ থেকে জুন ২০২২ পর্যন্ত পাঁচ বছর মেয়াদে সিপিটিইউ বাস্তবায়ন করবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।
×