ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ২৯ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৩:৫৪, ২০ অক্টোবর ২০১৭

ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ২৯ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার আগামী একশ’ বছরের জন্য ডেল্টা পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনসহ আগামী ২০৩০ সাল পর্যন্ত পানিসম্পদ খাতসহ ৬৫টি অবকাঠামো ও ১৫টি প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি প্রকল্পে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৯ হাজার ৭৮২ কোটি ৭৪ লাখ টাকা। ডেল্টা প্ল্যান-২১০০ খসড়া অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) উপস্থাপন করা হবে। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের ওপর বুধবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় এসব আলোচনা করা হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবীর, রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান, স্থানীয় সরকার সচিব আবদুল মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব প্রমুখ। উপস্থাপনা দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম। বক্তারা বলেন, আমাদের নদীগুলো আজ মরে যাচ্ছে। সøুইসগেটগুলো ঠিকমতো মেইন্টেন্যান্স করা যাচ্ছে না। সøুইসগেটগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব তো পড়বেই। এক-তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হবে। এতদিন আমরা ১০ বছরের পুনঃবন্যার কথা চিন্তা করেই পরিকল্পনা করতাম। উপস্থাপনায় বলা হয়, কোস্টাল জোনের ২৩ প্রকল্পের জন্য আট হাজার ৮৪৩ কোটি ৬১ লাখ টাকা, নদী খাতের জন্য চার হাজার ৮২৬ কোটি ১০ লাখ টাকা, আরবান এলাকার জন্য ১২ প্রকল্পে ছয় হাজার ৭১৫ কোটি ২৪ লাখ টাকা, চট্টগ্রাম পার্বত্যাঞ্চলের জন্য আট প্রকল্পে ৫৯৮ কোটি ৬৫ লাখ টাকা, হাওড় ও বন্যার জন্য ৬ প্রকল্পে ২৭৯ কোটি ৮২ লাখ টাকা, ক্রস-কাটিংয়ের ১৫ প্রকল্পের জন্য ছয় হাজার ৮৮৭ কোটি ৮৭ লাখ টাকা প্রয়োজন হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, নদী ড্রেজিংয়ে আমরা যে বালু পাচ্ছি তা যদি বিক্রি করা যায় তাহলে একটা ভাল রাজস্ব সরকার পাবে। পানিসম্পদ আমাদের অর্থনীতির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব আছে। এটার কারণে কোস্টাল এলাকাসহ একটি অংশ আক্রান্ত হবে। ২১০০ কে সামনে রেখে আমাদের নদী এলাকার একটা পরিকল্পনা নিতে হবে। তিনি বলেন, আমাদের যেসব স‍ুইসগেট রয়েছে সেগুলো পরিচালনার জন্য লোক দরকার। একটা জিনিস ভাঙলে সেটা ঠিক করতে যে টাকার দরকার সেটা নেই। আমাদেরকে মানবসম্পদ নিয়ে পরিকল্পনা করতে হবে। সেটা না করলে অর্থের অপচয় হবে।
×