ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তের গোলে হার এড়াল ভারত

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ অক্টোবর ২০১৭

শেষ মুহূর্তের গোলে হার এড়াল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ এক দল গত আসরের চ্যাম্পিয়ন। আরেক দল ওই আসরের রানার্সআপ। দক্ষিণ কোরিয়া এবং ভারত। বুধবার বিকেলে দুই দলই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে যখন মুখোমুখি হয়, তখন স্বভাবতই হকিপ্রেমীদের উৎসুক দৃষ্টি ছিল ম্যাচটিকে ঘিরে। এশিয়া কাপ হকির দশম আসরের বুধবারের ম্যাচে কি জিতে ভারত পারবে গত ২০১৩ আসরের ফাইনালে হারার বদলা নিতে (ওই আসরে কোরিয়া ৪-৩ গোলে হারিয়েছিল ভারতকে)? না, ভারত পারেনি বদলা নিতে। তবে তারা হারেওনি। ১-১ গোলে ড্র করেছে চারবারের চ্যাম্পিয়ন কোরিয়ার সঙ্গে। আসলে তারা রুখে দিয়েছে প্রতিপক্ষদের। কেননা হারতে হারতে বেঁচে গেছে তারা। খেলা শেষ হবার মাত্র ১ মিনিট আগে সমতায় ফিরে ঘাম দিয়ে যেন জ¦র ছাড়ে তাদের। ফলে জয়ের সমান ড্রয়ের আনন্দ নিয়ে ভারত দল এবং হারের সমান ড্রয়ের বেদনা নিয়ে খেলা শেষে টার্ফ ছাড়ে তারা। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে। শেষেরদিকে কোরিয়ান খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে। সেই সঙ্গে অতিমাত্রায় রক্ষণাত্মক খেলে। এই সুযোগটিই কাজে লাগিয়ে কোরিয়ার গোলমুখে প্রচ- চাপ সৃষ্টি করে ভারত। একেবারে অন্তিম মুহূর্তে গোল করে সমতায় ফেরে তারা। খেলার ৩ মিনিটে কোরিয়ার সিউঙ্গিল ও কিম ইউঙ্গলিমের সম্মিলিত প্রচেষ্টা বৃথা যায়। পরের মিনিটে কিম সিউঙ্গকিউর রিভার্স বামপ্রান্ত দিয়ে মাঠের বাইরে গেলে হতাশা বাড়ে কোরিয়ার। ৮ মিনিটে সুনীলের পুশ থেকে একজনকে কাটিয়ে আকাশ দীপের হিট বাইরে গেলে গোলবঞ্চিত হয় ভারত। ১০ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে কানেক্ট করতে পারেননি কোরিয়ার সুক হুন। ১৩ মিনিটে গোললাইন থেকে গোলরক্ষা করেন লি সিউঙ্গহুন। ১৪ মিনিটে প্রথম পিসি পায় ভারত। হারমান প্রীতের সঙ্গে সমন্বয় করতে পারেননি মনপ্রীত। ১৮ মিনিটে সুক হুনের কানেক্ট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক আকাশ চিকতে। ২১ মিনিটে ভারতের রমনদীপ বিপদ সীমানায় হিট নিতে ব্যর্থ হন। ২৭ মিনিটে বৃত্তের বাইরে থেকে কিম সিউঙ্গকিউর হিট কানেক্টে ব্যর্থ হিউঙ্গিলিন, কোরিয়া দলের আক্ষেপ বাড়ে। ৪১ মিনিটে গোল করে এগিয়ে যায় কোরিয়া। কিম ইউঙ্গলিন থেকে লি জাঙ্গিয়ামের রিভার্স ফ্লিকে গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় কোরিয়ানরা। ৫৪ মিনিটে সুরেন্দর কুমার থেকে সুমিতের কানেক্ট বারের ওপর দিয়ে বাইরে গেলে গোল পায়নি ভারত। ৫৯ মিনিটে গুরজান্ত সিংয়ের জটলা থেকে গোল করলে ১-১ গোলে সমতায় ফেরে ভারত। ভারত হচ্ছে ‘এ’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন। দু’বারের চ্যাম্পিয়ন। গ্রুপে জাপানকে ৫-১, বাংলাদেশকে ৭-০ এবং পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠে আসে তারা। দক্ষিণ কোরিয়া হচ্ছে ‘বি’ গ্রুপের রানার্সআপ। গ্রুপ ম্যাচে ৭-২ গোলে ওমানকে হারালেও নিজেদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মালয়েশিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় ১-২ গোলে। শেষ ম্যাচে অবশ্য চীনকে উড়িয়ে দেয় ৪-১ গোলে। নাম লেখায় সুপার ফোরে।
×