ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের

প্রকাশিত: ০৪:৫৩, ১৬ অক্টোবর ২০১৭

অকারণে দর বাড়ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের

কোন কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মিউচুয়াল ট্যাস্ট ব্যাংকের। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ ব্যাংকটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। এরপর ডিএসই বিষয়টি জানাতে ব্যাংকটিকে কারণ দর্শানোর নোটিস পাঠায়। কিন্তু ডিএসইর নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ গত ১১ অক্টোবর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের শেয়ারে দরে যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে এ জন্য তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৬ কার্যদিবসে ব্যাংকটির শেয়ার দর ২৯ টাকা থেকে বেড়ে ৩১.৯০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে ব্যাংকটির শেয়ার দর ২.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার ইফাদ অটোসের স্পট মার্কেটে লেনদেন আজ রাইট শেয়ার ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের পূর্বে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইফাদ অটোস লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার থেকে স্পট মার্কেটে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সোম থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ অক্টোবর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১২তম কমিশন সভায় ইফাদ অটোসের রাইট শেয়ার অনুমোদন করে। কোম্পানিটির ২আর : ৫ অর্থাৎ পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ছয় কোটি ২১ লাখ ৯২ হাজার শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে। এজন্য ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×