ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রথম বিমান অবতরণ!

প্রকাশিত: ০৪:৩৯, ১৬ অক্টোবর ২০১৭

প্রথম বিমান অবতরণ!

প্রত্যন্ত ব্রিটিশ দ্বীপ সেন্ট হেলেনায় প্রথমবারের মতো বাণিজ্যিক বিমান অবতরণ করল। দ্বীপটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। দক্ষিণ আফ্রিকা থেকে এসএ এয়ারলিংক বিমান প্রথম অবতরণ করে। জাহাজে দ্বীপটিতে যেতে তিন সপ্তাহ লাগে। ব্রিটেনের ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অর্থায়নে ২৮ কোটি ৫০লাখ পাউন্ড (৩৮ কোটি মার্কিন ডলার) ব্যয়ে বিমানবন্দরটি ২০১৬ সালে নির্মাণ করা হয়। তবে প্রতিকূল বায়ুপ্রবাহের জন্য বিমান অবতরণ বিলম্বিত হয়। -বিবিসি বাবার মৃত্যুর ২৫ বছর পর... ভারতের উত্তর প্রদেশের আনজুম সাইফি তার বাবা রাশেদ আহমেদের মৃত্যুর ২৫ বছর পর স্বপ্ন পূরণ করলেন। ১৯৯২ সালে তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। তখন আনজুমের বয়স ছিল মাত্র চার বছর। আনজুমের বাবা যখন বেঁচেছিলেন তখন তিনি তার একমাত্র মেয়েকে বিচারক বানানোর কথা বলতেন। -টাইমস অব ইন্ডিয়া
×