ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ওবামাকেয়ারে ভর্তুকি বন্ধেরপরিকল্পনা ট্রাম্পের

প্রকাশিত: ০৩:১৭, ১৪ অক্টোবর ২০১৭

ওবামাকেয়ারে ভর্তুকি বন্ধেরপরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর জন্য ভর্তুকি দেয়া বন্ধ করে দেবেন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস এ খবর জানিয়েছে। ওবামাকেয়ারের আওতায় নিম্ন আয়ের লোকজনের বিমা প্রিমিয়াম বাবদ সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেয়া হতো। নিউইয়র্ক টাইমস। ট্রাম্পের এই সিদ্ধান্ত দেশটির বিমা ব্যবস্থায় গুরত্বপূর্ণ কিছু পরিবর্তন আনবে। যার মধ্যে রয়েছে স্বল্পমূল্যে ভোক্তাদের বিমা সুবিধার আওতায় আনা। ওবামাকেয়ার নামে পরিচিত এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্টকে অভ্যন্তরীণ ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি গুরুত্বপূর্ণ সাফল্য বিবেচিত হয়ে থাকে। স্বাস্থ্যসেবা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বহুল আলোচিত স্বাস্থ্য আইন সংস্কার করেন। এর ফলে বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম বিক্রি বেড়ে যায়। রিপাবলিকান পার্টির অনিচ্ছার জন্য ওই আইন বাতিলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প নিজস্ব উপায়ে সেটিকে অকার্যকর করার পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারী ভর্তুকি ছাড়া বিমা বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। যারা এরই মধ্যে স্বাস্থ্যবিমা নিয়েছেন তাদের এখন থেকে প্রিমিয়াম বাবদ উচ্চমূল্য পরিশোধ করতে হবে। অনেকে প্রিমিয়ামের সব অর্থ পরিশোধ করতে না পারায় ওবামাকেয়ারের সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে। এ খাতে দেয়া সরকারী ভর্তুকির পরিমাণ আগামী বছর ৯শ’ কোটি ডলার এবং আগামী এক দশকে তা ১০ হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে। হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার আইনগতভাবে ব্যয় অংশীদারিত্বের বোঝা বয়ে বেড়াতে পারে না। বিপজ্জনক ওবামাকেয়ার আইন সংশোধন ও প্রতিস্থাপনের জন্য কংগ্রেসকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চাক শুমেকার ও ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি পেলোসি এক যৌথ বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য সেবা ব্যবস্থা উন্নয়নে ব্যর্থ হয়ে ট্রাম্প এখন আমেরিকার জনগণকে শাস্তি দেয়ার পথ বেছে নিতে চলেছেন। আমেরিকার মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জন্য এটি হবে এক চরম আঘাত। এ বিষয়ে কোন ভুল করা ঠিক হবে না। ট্রাম্প সব দোষ এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্টের ওপর চাপাতে চাইছেন। কিন্তু চূড়ান্ত বিচারে এসবের দায়দায়িত্ব তার ওপরই পড়বে। বিমা প্রিমিয়াম বাবদ ভর্তুকি অব্যাহত রাখার জন্য উভয় দল থেকে নির্বাচিত কংগ্রেস সদস্যরা ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। ট্রাম্প যে ভর্তুকি সহায়তা তুলে নিতে পারেন সেটি তিনি কয়েকমাস আগে হোয়াইট হাউসে রিপাবলিকান দলের সঙ্গে এক বৈঠকেই বলেছিলেন। তখন একজন রিপাবলিকান সদস্য বলেছিলেন প্রেসিডেন্ট যদি সে রকম কিছু করেন তবে পার্টি নিজস্ব ‘স্বাস্থ্যসেবা’ নিয়ে এগিয়ে যাবে। হোয়াইট হাউস থেকে ভর্তুকি ছাঁটের ঘোষণা আসার পর বৃহস্পতিবার রাতেই ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান সদস্য ইলিয়ান রস লেইটেন বলেন, ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে আমার নির্বাচনী এলাকা বিমার আওতার বাইরে থেকে যাবে। এটি তার আগে দেয়া প্রতিশ্রুতির বিপরীত। তবে প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান অবশ্য ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেছেন ওবামার সিদ্ধান্তটি কংগ্রেসের কাজে বেআইনী হস্তক্ষেপ। তিনি বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় তহবিল তত্ত্বাবধােেনর দায়িত্ব কংগ্রেসের, নির্বাহী বিভাগের নয়।
×