ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৫৩, ১৩ অক্টোবর ২০১৭

নতুন গবেষণা

জিপিএস হেলমেট মোটরসাইকেল চালানোর সময় মোবাইলের কল ধরার পাশাপাশি গানও শোনাবে ক্রসহেলমেট। জিপিএস সুবিধার স্মার্ট হেলমেটটিতে থাকা ক্যামেরার সাহায্যে দূরের ছবি ভালভাবে দেখার সুযোগও মিলবে। ব্লুটুথ প্রযুক্তি থাকায় মোবাইলের সঙ্গে যুক্ত করা যাবে। আগামী দিনে বাজারে আসবে। সূত্র : বিবিসি ক্যালরিকো খাবার সময় বেশি ক্যালরি খেয়ে ফেললেন কি না এই চিন্তায় থাকেন অনেকেই। সমস্যার সমাধান দেবে ‘ক্যালরিকো’। প্যানাসনিকের তৈরি ডিভাইসটির নিচে খাবার রাখলেই কোন খাবারে কত ক্যালরি রয়েছে, তা স্ক্যান করে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই জানা যাবে। জাপানের সিয়াটেক সম্মেলনে দেখা মিলেছিল ওয়াই-ফাই সুবিধার ডিভাইসটি। সূত্র : সায়েন্স ডেইলি
×