ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আয়ারল্যান্ড ‘এ’ দলের চারদিনের ম্যাচ

সাদমানের সেঞ্চুরিতে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৪, ১৩ অক্টোবর ২০১৭

সাদমানের সেঞ্চুরিতে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথমদিনে ২১৭ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় দিন সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩২২ রান করে ৬৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ দলের স্কোর আরও বড় করতে নুরুল হাসান সোহান (৫১*) ও সানজামুল ইসলাম (৪*) ব্যাট হাতে নামবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে ম্যাচটি। প্রথমদিনে টস জিতে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড সিমি সিংয়ের ১২১ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৫৫ রান করে অলআউট হয়। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে প্রথম দিনে ১ উইকেট হারিয়ে ৩৬ রান করেছিল বাংলাদেশ। সাদমান ইসলাম (২২*) ও নাজমুল হোসেন শান্ত (১৫*) ব্যাটিংয়ে ছিলেন। দ্বিতীয় দিন দুইজন মিলে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। দলকে ১৩৮ রানে নিয়ে যান। অধিনায়ক শান্ত শেষ পর্যন্ত ৬৯ রান করে আউট হলেও সাদমান ঠিকই উইকেট আঁকড়ে থাকেন। এরপর আল আমিন হোসেন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন। পরের উইকেটেই আবার সাদমান ও ইয়াসির আলী মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২১৪ রানে ইয়াসির (৩৫) আউটের পর ২৪৩ রানে গিয়ে ২১৯ বলে ১৫ চারে ১০৮ রান করা সাদমানও আউট হয়ে যান। ততক্ষণে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে গড়া স্কোরের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। উইকেটে সোহান, মেহেদী হাসানরা থাকেন বলে ভরসাও থাকে। সেই ভরসার প্রতিদানও দেন তারা। সোহান ও মেহেদী মিলে দলকে শুধু লিডই এনে দেন না, ৩০০ রানের উর্ধেও দলকে নিয়ে যান। ৩০৯ রানে গিয়ে মেহেদী (৩৫) আউট হওয়ার পর আর কোন উইকেটই হারায়নি বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ৩২২ রান করতেই দ্বিতীয় দিন শেষ হয়। সোহান ও সানজামুল এখন এ রানকে আরও বাড়িয়ে নিতে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবেন। দুই দলের মধ্যকার চারদিনের একটি ম্যাচই হবে। যেটির দুইদিন আরও হাতে আছে। এরপর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে, আয়ারল্যান্ড ‘এ’ প্রথম ইনিংস ২৫৫/১০; ৭৪.৫ ওভার (সিমি ১২১, ম্যাকব্রিন ৫৭, টেরি ২০; মেহেদী ৩/৪৭)। বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস প্রথমদিন শেষে ৩৮/১; সাদমান ২২*, শান্ত ১৫* এবং দ্বিতীয় দিন ৩২২/৬; ১০৩ ওভার (সাদমান ১০৮, শান্ত ৬৯, সোহান ৫১*, মেহেদী ৩৫, ইয়াসির ৩৫, সানজামুল ৪*; নাথান স্মিথ ২/৪২)।
×