ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলেজ থিয়েটার বগুড়ার তিন দিনব্যাপী নাট্যকর্মশালা শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৪, ১২ অক্টোবর ২০১৭

কলেজ থিয়েটার বগুড়ার তিন দিনব্যাপী নাট্যকর্মশালা শুরু আজ

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম নাট্য সংগঠন কলেজ থিয়েটার বগুড়ার চলমান কর্মসূচীকে আরও বেগবান করতে নতুন নাট্যকর্মী সংগ্রহের জন্য তিন দিনব্যাপী নাট্যকর্মশালা আজ শুরু হচ্ছে। আজ ও আগামীকাল এবং শনিবার প্রতিদিন দুপুর তিনটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা চলবে। আজ বেলা আড়াইটায় তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন করবেন সরকারী আজিজুল হক কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং কলেজ থিয়েটার বগুড়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ সামস্-উল আলম জয়। নাট্যকর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সভাপতি ম-লীর সদস্য লোকনাট্য গবেষক কাজী সাঈদ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক নাট্যকার ও নাট্যনির্দেশক তৌফিক হাসান ময়না, সাংগঠনিক সম্পাদক নাট্যনির্দেশক সাঈদ রিংকু, কার্যনির্বাহী সদস্য নাট্যনির্দেশক আবদুল হান্নান, সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংগঠনিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ম-লীর সদস্য এবং দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার, বগুড়া থিয়েটারের সভাপতি ম-লীর সদস্য দ্বীন মোহম্মদ দীনু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কবির, কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট মঞ্চ ও টিভি অভিনেতা রুবল লোদী, মাসউদ করিম এবং কলেজ থিয়েটারের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা জিহন। কর্মশালায় বগুড়ার বিভিন্ন কলেজের মোট ৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
×