ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যালন ডি’অর তালিকায় রোনাল্ডো-মেসিও

প্রকাশিত: ০৬:৫০, ১১ অক্টোবর ২০১৭

ব্যালন ডি’অর তালিকায় রোনাল্ডো-মেসিও

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নেইমার জায়গা পেয়েছিলেন সেটা আগেই জানা গিয়েছিল। এই তালিকায় প্রত্যাশিতভাবে আরও জায়গা পেয়েছেন সময়ের দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এবার পুরস্কারটি জিতে পঞ্চমবারের মতো মেসির সমান ব্যালন ডি’অর নিশ্চিত করতে চান পর্তুগাল সুপারস্টার রোনাল্ডো। ফুটবলের ৫৯ বছরের ইতিহাসে রিয়াল মাদ্রিদকে প্রথমবারের মতো এক মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। সর্বশেষ চার বছরের মধ্যে তিনবার সম্মানসূচক এই খেতাবটি জিতেছেন সি আর সেভেন। অন্যদিকে বার্সিলোনাকে ট্রেবল শিরোপা এনে দিয়ে ২০১৫ সালের বর্ষসেরার পুরস্কারটি শেষবার জিতেছিলেন পাঁচবারের খেতাব জয়ী আর্জন্টাইন সুপারস্টার মেসি। ২০০৭ সালের পর এই দুই মহাতারকা মিলে জয় করে আসছেন ফরাসী ফুটবল ম্যাগাজিন প্রবর্তিত এই বর্ষসেরার খেতাব। ২০০৭ সালে খেতাবটি জয় করেছিলেন সাবেক ব্রাজিল ও এসি মিলান তারকা কাকা। স্প্যানিশ সুপার কাপ থেকে নিধেধাজ্ঞা হওয়ার পর ঘরোয়া ফুটবলে পাঁচ ম্যাচ বাইরে ছিলেন রোনাল্ডো। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা রোনাল্ডো এখনও পর্যন্ত ২০১৭-১৮ মৌসুমে গোলের দেখা পাননি। তারপরও আসন্ন বর্ষসেরার খেতাব জয়ের জন্য ফেবারিটের তালিকায় তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতির সুযোগটি বেশ ভালভাবেই কাজে লাগিয়েছেন মেসি। বার্সিলোনাকে দারুণ সূচনা এনে দেয়া এই আর্জেন্টাইন তারকা এরই মধ্যে লা লিগায় সাত ম্যাচ থেকে গোল করেছেন ১১টি। ইউরোপীয় লড়াইয়ে করেছেন আরও দু’টি গোল। তবে দু’জনই আগামী বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সন্দেহ আছে। কি হবে তা অবশ্য ইতোমধ্যে সবার জানা হয়ে গেছে। সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পাওয়া ৩০ জন ফুটবলারদের মধ্যে সাতজনই রিয়াল মাদ্রিদের। রোনাল্ডোসহ অন্যরা হলেন- অধিনায়ক সর্জিও রামোস, মার্সেলো, টনি ক্রুস, লুকা মডরিচ, ইস্কো ও করিম বেনজামা।
×