ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সূচকের মিশ্রাবস্থা লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:১৯, ১১ অক্টোবর ২০১৭

সূচকের মিশ্রাবস্থা লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনে অবনতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭৬৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০২ কোটি ৭৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এদিকে ডিএসইতে দিনটিতে দর বাড়ার শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। শেয়ারটির দর ৮ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ৯৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ২২৪ বারে ৪৮ লাখ ৫৫ হাজার ১৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৬১ লাখ টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৭২৮ বারে এক কোটি ৯ লাখ ৮৪ হাজার ২৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৫৪ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৩৫ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ১৫ বারে ১০ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স, ইনটেক লিমিটেড, জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইস, আনোয়ার গ্যালভানাইজিং, আইটি কনসালটেন্টস, রূপালী ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১২২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউসিবি, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আমরা নেটওয়ার্ক, আইএফআইসি, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও উত্তরা ব্যাংক।
×