ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুমোদন পাচ্ছে

প্রকাশিত: ০৫:৪১, ১০ অক্টোবর ২০১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুমোদন পাচ্ছে

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন পেতে যাচ্ছে বহুল আলোচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ। শুক্রবার নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসির সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। মূলত টি২০র দাপটের যুগে সাদা পোশাকের টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে এবং সব টেস্টখেলুড়ে দেশকে সমান সংখ্যক ম্যাচ খেলার সুযোগ করে দিতেই নিয়ন্ত্রক সংস্থা এ পদক্ষেপ নিতে যাচ্ছে। বিষয়টা গত বেশ কয়েক বছর ধরেই আলোচনায় ছিল। নানা যুক্তি-তর্ক থাকাতেই এতদিন আলোর মুখে দেখেনি সেই পরিকল্পনা। শোনা যাচ্ছে এবার আরও উন্নত ধারণা নিয়ে আইসিসির অকল্যান্ড সভায় অনুমোদন পেতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। যদি তাই হয় তাহলে প্রথম সংস্করণ শুরু হবে ২০১৯ সালে। দুই বছর মেয়াদে শীর্ষ দুই দলের ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেট-মক্কা লর্ডসে। অবশ্য এবারের সভায় আরও আলোচনা হবে ওয়ানডে লীগ নিয়েও। ১৩ জাতির ওয়ানডে লীগ হয়ত আলোচনায় উঠবে এবারের সভায়। এতে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপ্তি হয়ত কমে মিলে যাবে ওই লীগের সঙ্গেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের লক্ষ্য হিসেবে সব টেস্টখেলুড়ে দেশের অংশগ্রহণের কথা বলা হলেও নিয়মে আছে কিছু ভিন্নতা। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, এই চ্যাম্পিয়নশিপটি হবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের মধ্যে। অর্থাৎ টেস্টের ১০ নম্বর দল জিম্বাইবুয়ে ছাড়াও নতুন সদস্য আফগানিস্তান এবং আয়ারল্যান্ড এই নিয়মের কোপে পড়ে চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়বে। সম্ভাব্য ২০১৯ সাল থেকে ২ বছরের জন্য এই লীগ শুরু প্রস্তাবনা আছে। তবে এই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানা যাবে শুক্রবারই। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘টেস্ট ফরম্যাটের প্রতি মানুষ যখন আগ্রহ হারিয়ে ফেলছে তখন আপনি নিশ্চয়ই চাইবেন খেলাটিকে নতুন ভাবে উপস্থাপন করতে। আমি মনে করি আইসিসির এই উদ্যোগ টেস্ট ক্রিকেটকে আবারও জনপ্রিয় করে তুলবে। এখনকার দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে এই আন্তর্জাতিক লীগ অনেক বেশি গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ তবে দক্ষিণ আফ্রিকান অস্ট্রেলিয়া চার দিনের টেস্টের যে প্রস্তাব দিয়েছে আইসিসি সেটি উড়িয়ে দিয়েছে আইসিসি। প্রাচীনতম এই ফরম্যাটের ঐতিহ্য ধরে রাখতে চায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এ ছাড়া ওয়ানডে ক্রিকেট নিয়েও বড় সিদ্ধান্তে আসতে পারে আইসিসি। টেস্টের মতো ৩ বছর মেয়াদী ওয়ানডে লীগের অনুমোদনও আসতে পারে অকল্যান্ডের সভা থেকে। এই লীগে অংশ নেয়ার সুযোগ পাবে মোট ১৩টি দল। বিশ্বকাপ কোয়ালিফাইং থেকেই এই দলগুলোকে বাছাই করা হবে। এমনিতে টি২০’র ধাক্কায় বেসামাল টেস্ট। তার ওপর শীঘ্রই আমিরাতে শুরু হচ্ছে টি-১০ ক্রিকেট। সাদা পোশাকের ক্রিকেট বাঁচাতে আইসিসির তাই চেষ্টার কমতি নেই।
×