ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুবাই টেস্ট

ডাবল সেঞ্চুরি হলো না করুনারত্নের

প্রকাশিত: ০৫:০৭, ৮ অক্টোবর ২০১৭

ডাবল সেঞ্চুরি হলো না করুনারত্নের

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত ফর্মে দিমুথ করুনারতে। ক্যারিয়ারের সাত সেঞ্চুরির তিনটিই করেছেন এ বছরে। দু’বার সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন নব্বইয়ের ঘরে। দুর্ভাগ্য ডাবল সেঞ্চুরিটাও হতে হতে হলো না। দুবাই টেস্টে ১৯৬ রানে আউট হলেন লঙ্কান ওপেনার। দ্বিতীয়দিন এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৩৬। হাফসেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলা। ৪০৫ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৯৬ রান করে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হন করুনারতেœ। আফসোস একটি মাত্র বাউন্ডারি হলেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে যেতেন রাজধানী কলম্বোয় জন্ম নেয়া ২৯ বছর বয়সী প্রতিভাবান এ বাঁহাতি ব্যাটসম্যান। ক্রিকেটে লঙ্কানদের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। ঘরের মাটিতে জিম্বাবুইয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের পর ভারতের কাছে তিন ভার্সনেই হোয়াইটওয়াশ হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। স্টাইলিশ করুনারতেœ সেখানে ব্যতিক্রম। ৪৪ টেস্টের ক্যারিয়ারে সাত সেঞ্চুরির তিনটিই হাঁকিয়েছেন এ বছর। মার্চে কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১২৬, আগস্টে ভারতের বিপক্ষে ১৪১-এর পর আমিরাতে উপহার দিলেন ক্যারিয়ার সেরার ১৯৬ রানের ইনিংস। এ সময়ে একবার ৯৭ ও আরেকবার আউট হয়েছেন ৯৩ রানে। উল্লেখ্য, প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে লঙ্কানরা। পুলিশ হ্যান্ডবল দলও হারাল আসামকে স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা-আসাম প্রীতি হ্যান্ডবল সিরিজের তৃতীয় ম্যাচেও হার মেনেছে সফরকারী আসাম দল। শনিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মুখোমুখি হয় আসাম হ্যান্ডবল দল। এই ম্যাচে ২৭-১২ গোলের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। পুলিশ হ্যান্ডবল দলের পক্ষে সোহাগ ১০টি, রাসেল ৬টি এবং আসাম হ্যান্ডবল দলের পক্ষে অভিষেক ৪টি এবং দিপজ্যোতি ৪টি করে গোল করেন। আজ রবিবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের বিপক্ষে খেলবে আসাম হ্যান্ডবল দল।
×