ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে বাংলা নাট্যদলের ‘তুই চোর’

প্রকাশিত: ০৩:২৬, ৮ অক্টোবর ২০১৭

গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে বাংলা নাট্যদলের ‘তুই চোর’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে চলছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। এ উৎসবে শিল্পকলার মুক্তমঞ্চে বিভিন্ন নাট্যদলের পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। এই উৎসবে আজ রবিবার মুক্তমঞ্চে বাংলা নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা ‘তুই চোর’ নাটকের মঞ্চায়ন হবে। সামাজিক সচেতনতামূলক বক্তব্যধর্মী ‘তুই চোর’ পথ নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন আবিদ আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সেলিম বহুরূপি, সৈয়দ গোলাম মর্তুজা, মিজান রহমান, শামীম হাসান, সুবর্ণা মীর, স্বচ্ছ, আবিদ আহমেদ এবং নাসির আহমেদ। নাটকের সার্বিক তত্ত্বাবধায়নে হ ম সহিদুজ্জামান। মানুষ, সমাজ এবং রাজনীতি এই তিনে মিলেমিশে এক অপূর্ব মিশেলে পরিপূর্ণ গল্পের নাটক ‘তুই চোর’। বিশেষ করে সুযোগ সন্ধানী লোভী ভয়ঙ্কর কিছু মানুষের ভেতর বাইরের ছদ্মবেশী চরিত্র এবং তার আকারের প্রভাবে প্রভাবিত হয়ে কিছু মানুষ অতীত থেকে বর্তমান পর্যন্ত নিষ্পেষিত হচ্ছে। সমাজ এবং রাজনীতি প্রতিনিয়ত সেই কিছু সংখ্যক মানুষ দ্বারা বাধাগ্রস্ত হয়। নাটকে চুরি বিষয়টিকে প্রাধান্য দিয়ে সামাজিক অসঙ্গতিগুলো অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়।
×