ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা ঘুরে গেলেন মাইক্রোসফট এশিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৫:৪৮, ৬ অক্টোবর ২০১৭

ঢাকা ঘুরে গেলেন মাইক্রোসফট এশিয়ার প্রেসিডেন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের বিশেষ সফরে বৃহস্পতিবার বাংলাদেশ ঘুরে গেলেন মাইক্রোসফট এশিয়ার প্রেসিডেন্ট ও মাইক্রোসফট কর্পোরেশনের ভাইস-প্রেসিডেন্ট রালফ হপ্টার। সফরকালীন তিনি দেশের সরকারী ও বেসরকারী পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এ সফরে হপ্টার বাংলাদেশের আর্থিক সেবা শিল্পের (এফএসআই) উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সাফল্য নিয়ে আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়াও হপ্টার বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন প্রেক্ষিত ও এক্ষেত্রে মাইক্রোসফট কিভাবে অংশীদার হিসেবে কাজ করতে পারে তা নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সাক্ষাতে আলোচনা করেন। পরবর্তীতে তিনি ব্যাংকিং ও আর্থিক সেবাখাতে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব নিয়ে তার বিভিন্ন ধারণার শেয়ার করতে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে দেখা করেন। ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু রবিবার অর্থনৈতিক রিপোর্টার ॥ মিউচুয়াল ফান্ড খাতের আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন আগামী রবিবার থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিভুক্ত। ফান্ডটির ট্রেডিং কোড হচ্ছে ‘ওঈইঅএজঅঘও১’ এবং কোম্পানি কোড হচ্ছে ১২২০১।
×