ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শুরু

প্রকাশিত: ০৪:১১, ৬ অক্টোবর ২০১৭

ভারতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শুরু

ভারতের নয়াদিল্লীতে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় অর্থনৈতিক সম্মেলন। তিনদিনব্যাপী এ সম্মেলন শেষ হবে শুক্রবার। সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এরই মধ্যে ভারতের নয়া দিল্লীতে পৌঁছেছেন। ভারতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক দ্বন্দ্ব, দারিদ্র্য, পরিবেশগত সমস্যা সমাধানের বিষয় নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। তিনদিনের সম্মেলনে পরিকল্পনামন্ত্রী কয়েকটি সেশনে বক্তব্য রাখবেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এরই মধ্যে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বুধবার নৈশভোজে অংশগ্রহণ করেন। -অর্থনৈতিক রিপোার্টার বৃষ্টি বয়ে এনেছে কৃষিতে আশীর্বাদ উত্তরের জেলা রংপুরে হঠাৎ বৃষ্টি যেন বয়ে এনেছে আশীর্বাদ। চারদিকে এখন আমনের সবুজ ক্ষেত। যেখানে প্রতি বছর এ সময়টাতে সেচের জন্য অপেক্ষা করতে হতো কৃষকদের, সেখানে অসময়ের বৃষ্টিতে হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আশ্বিনের মাঝামাঝি সময়ের বৃষ্টি হাসি ফুটিয়েছে রংপুরের কৃষকের মুখে। সাধারণত এ সময়ে আকাশে মেঘের দেখা না মিললেও এবার ব্যতিক্রম। আর সে কারণেই এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সবুজ চাদরে ছেয়ে গেছে উত্তরের চারদিক। বৃষ্টির পানিতে ধুয়ে গেছে পাতামরা, মাজরা, পচনসহ ধানের নানা রোগবালাই। কৃষকের ঘরে ধান আসতে এখনও বাকি দুই মাস, প্রয়োজন ছিল পর্যাপ্ত সেচের। বৃষ্টিতে সেই চাহিদা পূরণ হয়েছে শতভাগ। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে রংপুরে মোট উৎপাদন ধরা হয়েছে ১৪ লাখ ৬০ হাজার টন চাল। -অর্থনৈতিক রিপোর্টার
×