ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নানা কৌশলে নিষিদ্ধ সিআরটি পিকচার টিউব আমদানি

পানগাঁও পোর্টে আটক ২ শতাধিক কন্টেনার

প্রকাশিত: ০৪:৫৯, ৪ অক্টোবর ২০১৭

পানগাঁও পোর্টে আটক ২ শতাধিক কন্টেনার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুরনো ও ব্যবহৃত সিআরটি টিভির পিকচার টিউব আমদানি নিষিদ্ধ করা হয় ২০১৫ সালে। কিন্তু তার পরেও থেমে নেই আমদানি। সম্প্রতি পানগাঁও পোর্টে আটক করা হয়েছে ২ শতাধিক কন্টেনার আমদানি নিষিদ্ধ সিআরটি পিকচার টিউব। মিথ্যা ঘোষণা আর ওভার ইনভয়েসিং করে আমদানি করা এসব পিকচার টিউব ব্যবহার করে নকল ব্র্যান্ড লোগো লাগিয়ে বাজারজাত করা হচ্ছে। ফলে নামীদামী এসব ব্র্যান্ডের টিভি কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই খাতে দেশীয় শিল্পোদ্যোক্তারা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ২ শতাধিক কন্টেনার আমদানি নিষিদ্ধ পিকচার টিউব আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আমদানিকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শুল্কগোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান। তিনি বলেন, আমদানি নিষিদ্ধ অনেক কন্টেনার জব্দ করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, এসব পিকচার টিউব ব্যবহার উপযোগী কিনা তা পরীক্ষা করার জন্য ইতোমধ্যেই বুয়েটে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, আমদানিনীতি আদেশ ২০১২-১৫ এর অন্তর্ভুক্ত আমদানি নিষিদ্ধ পণ্য তালিকার ফুটনোট (৪)-এ পুরনো ও ব্যবহৃত পিকচার টিউব আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম কাস্টমস এ্যাক্ট ১৯৬৯-এর ১৫, ১৬ ও ৩২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ রয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, কাস্টমস আইন অনুযায়ী জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পুরনো পিকচার টিউব নিলামে বিক্রি করারও সুযোগ নেই। এগুলো বাধ্য হয়ে ধ্বংস করতে হয়। ধ্বংস করাও কঠিন বিষয়। জানা গেছে, নতুন পিকচার টিউব কিনতে হয় প্রতিটি ২৯ ইউএস ডলার বা তার চেয়েও বেশি দামে। অন্যদিকে পুরনো পিকচার টিউবের দাম ১০ ডলারেরও কম। বর্তমানে পিকচার টিউব আমদানিতে ৩৭ দশমিক শূন্য ৭ শতাংশ শুল্ক দিতে হয়। যেহেতু পুরনো ও ব্যবহৃত পিকচার টিউব আমদানি নিষিদ্ধ, তাই সেগুলো নতুনগুলোর সমান দাম দেখিয়েই বন্দর থেকে ছাড় করাতে হয়। ফলে অসাধু ব্যবসায়ীরা বাকি টাকা ওভার ইনভয়েসিং করে বিদেশে টাকা পাচার করছেন বলেও অভিযোগ রয়েছে। চিকিৎসাবিদদের মতে, পুরনো পিকচার টিউব হলো এক ধরনের বিষাক্ত পদার্থ। এসব দিয়ে তৈরি করা টেলিভিশন থেকে নির্গত গামা রশ্মি দেহ ও চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। অন্যদিকে পুরনো পিকচার টিউবের অতিবেগুনী রশ্মি ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করে পরিবেশ বিপর্যয়ে ভূমিকা রাখে।
×