ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন মাসে এসেছে ৩৩৮ কোটি ৭৮ লাখ ডলার

সেপ্টেম্বরে কমেছে রেমিটেন্স

প্রকাশিত: ০৪:০৮, ৩ অক্টোবর ২০১৭

সেপ্টেম্বরে কমেছে রেমিটেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসী আয়ে মন্দা কাটছেই না। ঈদ-উল-আযহার কারণে আগস্টে রেমিটেন্স বাড়লেও সেপ্টেম্বর মাসে আবার কমেছে। এ মাসে রেমিটেন্স এসেছে মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার; যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত অর্থবছরের ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন ৯৪ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম কমে যাওয়া, ইউরো এবং পাউন্ডের বিনিময় মূল্য পড়ে যাওয়া এবং হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণের কারণে কমে যাচ্ছে রেমিটেন্স। গত অর্থবছরেই রেমিটেন্স প্রবাহ কমেছে প্রায় সাড়ে ১৪ শতাংশ। তবে চলতি অর্থবছরের শুরুতে রেমিটেন্স প্রবাহ কিছুটা উর্ধমুখী ধারায় ফেরে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলারের রেমিটেন্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ এসেছে মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। মূলত, ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে কোরবানির পশুসহ বাড়তি কেনাকাটার কারণে আগস্ট মাসে বেশি রেমিটেন্স আসে। এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিটেন্স এসেছে ৩৩৮ কোটি ৭৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩২৪ কোটি ৫৭ লাখ ডলার। সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১৪ কোটি ২১ লাখ ডলার বা প্রায় ৪ দশমিক ৩৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় খাতের ছয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এ মাসে বিশেষায়িত খাতের ব্যাংক দুটির মাধ্যমে এসেছে ৮৫ লাখ ডলার। তথ্যে আরও দেখা যায়, বেসরকারী খাতের ব্যাংকগুলোর মাধ্যমে সেপ্টেম্বর মাসে ৬২ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে, যা এর আগের মাসে ছিল ৮৭ কোটি ৭৪ লাখ ডলার। আর বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৫ লাখ ডলার। প্রবাসী আয়ে গত অর্থবছরজুড়ে মন্দাভাব থাকায় প্রথম থেকেই এ নিয়ে উদ্বেগের মধ্যে ছিল কেন্দ্রীয় ব্যাংক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষ। আর প্রবাসীদের কষ্টার্জিত টাকা ব্যাংকিং চ্যানেলে আনতে নানান উদ্যোগও নিয়েছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। কিন্তু উদ্যোগ কাজে আসছে না। প্রতিনিয়ত কমে যাচ্ছে রেমিটেন্সের পরিমাণ। পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬-১৭ দেশে রেমিটেন্স আসে ১ হাজার ২৭৬ কোটি ডলার; যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনি¤œ ছিল। এটি আগের অর্থবছরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ কম ছিল। আগের অর্থবছরে রেমিটেন্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। মূলত, গত অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহ নি¤œমুখী ছিল। গত অর্থবছরের জুলাইয়ে আগের অর্থবছরে তুলনায় রেমিটেন্স কমে ২৭ শতাংশ। আগের অর্থবছরে জুলাইয়ে রেমিটেন্স আসে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলার। এছাড়া গত অর্থবছরের আগস্ট মাসে ১১৮ কোটি ৩৬ লাখ, সেপ্টেম্বরে ১০৫ কোটি ৬৬ লাখ, অক্টোবরে ১০১ কোটি ডলার, নবেম্বরে ৯৫ কোটি ১৪ লাখ ডলার, ডিসেম্বরে ৯৫ কোটি ৮৭ লাখ ডলার, জানুয়ারিতে ১০০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ৯৩ কোটি ৬২ লাখ ডলার, মার্চে ১০৭ কোটি ৭৫ লাখ ডলার, এপ্রিলে ১০৯ কোটি ২৬ লাখ ডলার, মেতে ১২৬ কোটি ৭৬ লাখ ডলার এবং জুনে ১২১ কোটি ডলারের রেমিটেন্স আসে।
×