ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপ কারাতে শুরু

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০১৭

ফেডারেশন কাপ কারাতে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্য কর্মকর্তারা। এবারের চ্যাম্পিয়নশিপে খেলোয়া-ড়দের জন্য প্রাইজমানির ব্যবস্থা করেছে কারাতে ফেডারেশন। টিম কুমিতে (ফাইটিং) ইভেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১৫ হাজার টাকা, রানার্সআপ দল ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দল পাবে ৫ হাজার টাকা। এছাড়া বিজয়ী কারাতেকারা পাবেন মেডেল ও সার্টিফিকেট। চ্যাম্পিয়নশিপে জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ক্লাব থেকে প্রায় এক হাজার কারাতেকা অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়নশিপে বালক-বালিকা, জুনিয়র পুরুষ-মেয়ে ও সিনিয়র পুরুষ-মহিলা বিভাগে মোট ৭০টি (২৮০টি মেডেল) ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে।
×