ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ নিশ্চিত করতে চায় ভারত, ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

সিরিজ নিশ্চিত করতে চায় ভারত, ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে আজ। টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে স্বাগতিকরা। উজ্জীবিত অধিনায়ক বিরাট কোহলি আজই সিরিজ নিশ্চিত করতে চান। এরপর শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই দক্ষিণ আফ্রিকাকে টপকে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগ। অন্যদিকে কোণঠাসা অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ সিরিজ বাঁচিয়ে রাখতে মরিয়া। ২৬ ও ৫০ রানে হারের পর অতিথিদের জন্য কাজটা মোটেই সহজ হবে না। বছরের শুরুতে টেস্ট সিরিজ ভরাডুবির পর দুই ওয়ানডেতে পাত্তাই পায়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের মাটিতে কুলীন অসিদের স্পিনের বিপক্ষে চিরায়ত চিরায়ত ব্যাটিং দৈন্যই ফুটে উঠেছে। রবিচন্দ্রন অশ্বিন বিশ্রামে, তবু কুলদীপ যাদব আর যুবেন্দ্র চাহালের মতো তরুণদেরই খেলতে হিমশিম স্মিথরা। ব্যর্থ ডেভিড ওয়ার্নারের মতো আইপিএল-তারকাও! ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সিরিজ জয়। এখনও তাই রয়েছে। ইন্দোরে জিতলেই সেটি নিশ্চিত হবে। এমন সুযোগ হাতছাড়া করতে চাই না। প্রথম দু-ম্যাচের চেয়ে আরও ভাল খেলতে চাই। দলের ব্যাটসম্যানদের আরও সতর্ক হতে হবে এবং বড় ইনিংস খেলতে হবে। আগের ম্যাচ দুটিতে বোলাররা দুর্দান্ত পারফর্মেন্স করলেও, ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। সবাইকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। অস্ট্রেলিয়া এখন পুরোপুরি ব্যাকফুটে। ওরা মরিয়া। এখান থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অসিদের রয়েছে। তাই আমাদের অনেক সতর্ক থাকতে হবে এবং সিরিজ জিততে হবে।’ অন্যদিকে প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের লজ্জা পেতে হয় অস্ট্রেলিয়াকে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে উদ্বিগ্ন স্মিথ বলেন, ‘আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। বিশেষভাবে ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব নিয়ে খেলতে পারছে না। অনুশীলনে প্রচুর পরিশ্রম করছে। কিন্তু ২২ গজে গিয়ে ব্যর্থ হচ্ছে। এমনটা বারবার ঘটলে ভাল কিছু অর্জন করা সম্ভব নয়। তাই ইন্দোরের ওয়ানডেতে নিজেদের ব্যর্থতা ঝেড়ে ফেলতে হবে এবং সেরারূপেই ফিরতে হবে। বোলাররা ভাল করলেও, ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। সিরিজ বাঁচাতে সবার আগে ব্যাটসম্যানদের ভাল ইনিংস খেলতে হবে এবং ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে।’ ভারতের কুলদীপ যাদব-যুজবেন্দা চাহালের কাছে অসহায় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। তাই ভারতীয় স্পিনারদের বিপক্ষে সাফল্য পেতে নিজেদের পরিকল্পনাগুলো মাঠেই বাস্তবায়ন করতে চান স্মিথ, ‘আমরা কুলদীপ ও চাহালের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। ধৈর্য হারিয়ে নিজেদের উইকেট দিয়ে আসছি। অনুশীলনে যেভাবে পরিকল্পনা সাজাচ্ছি, সেভাবেই সবকিছু ঠিকমতো করতে পারলে প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে ভাল করা সম্ভব হবে।’ ফেবারিটের তকমাটা গায়েই ছিল ভারতের। সিরিজের প্রথম ওয়ানডেতে সেটি প্রমাণ করে তারা। চেন্নাইয়ে হারদিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে বৃষ্টি আইনে ২৬ রানে ম্যাচ জিতে শুভ সূচনা করে টিম-ইন্ডিয়া। এরপর কলকাতায় অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যের পর বাঁ-হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের হ্যাটট্রিকের সুবাদে দ্বিতীয় ওয়ানডে ৫০ রানে জিতে সিরিজে ‘ডাবল লিড’ নেয় স্বাগতিকরা। অতীতে টেস্টের পর ওয়ানডে র‌্যাঙ্কিং-এর শীর্ষে ওঠার দারুণ সুযোগ পেয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতলেই আইসিসি র‌্যাঙ্কিং-এ ফের শীর্ষে উঠবে ভারত। ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জয় পেয়েছে বিরাট কোহলির দল। ফলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং-এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। অবশ্য শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের রেটিং সমান ১১৯। ভগ্নাংশের হিসাবে সামান্য পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ তিন ওয়ানডের মধ্যে দু’টিতে জয় পেলেই দক্ষিণ আফ্রিকাকে টপকে র‌্যাঙ্কিং-এর শীর্ষে উঠে যাবে ভারত। অর্থাৎ অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিততে হবে ভারতকে। টানা দুই হারে তৃতীয়স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। দু-দলের ওয়ানডে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ও ভারত তৃতীয় স্থানে ছিল। অবশ্য দু-দলের রেটিং সমান ১১৭ করে ছিল। ভগ্নাংশের হিসেবে পিছিয়ে ছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কার মাটিতে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল দুর্বার ভারত।
×