ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুডোতে আনসারের ৭ স্বর্ণ

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

জুডোতে আনসারের ৭ স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী ৩৪তম জাতীয় জুডো প্রতিযোগিতা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.)। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম সেলিম, ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ আনসারের ক্রীড়া অফিসার রায়হান উদ্দিন ফকির, ফেডারেশনের সদস্য ও প্রতিযোগিতার মিডিয়া কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল শাফী প্রমুখ। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাংলাদেশ আনসার দলের জুডোকারা ৭টি স্বর্ণপদক জয় করেন। মহিলা বিভাগে মাইনাস ৬৩ কেজি ওজন শ্রেণীতে আনসারের বিলকিস খাতুন, মাইনাস ৫৭ কেজিতে বিকেএসপির শাহিদা খাতুন, মাইনাস ৫২ কেজিতে আনসারের মাসিনু মারমা, মাইনাস ৪৮ কেজিতে আনসারের সুইপ্রু মারমা, মাইনাস ৪৪ কেজিতে আনসারের নিলুফা আক্তার, মাইনাস ৪০ কেজিতে আনসারের স্মৃতি খাতুন; পুরুষ বিভাগে মাইনাস ৭৩ কেজিতে আনসারের বামপ্রু মারমা, মাইনাস ৬৬ কেজিতে আনসারের শরিফ হোসেন, মাইনাস ৬০ কেজিতে বিকেএসপির আবু রায়হান স্বর্ণপদক লাভ করেন। তুর্কিমিনিস্তান গেল কুস্তি দল স্পোর্টস রিপোর্টার ॥ তুর্কিমিনিস্তানের আশগাবাদে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান ইনডোর এ্যান্ড মার্শাল আর্টস গেমস। এই গেমসে অংশ নিতে তুর্কিমিনিস্তান গিয়েছে পাঁচ সদস্যের বাংলাদেশ কুস্তি দল। ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে বাংলাদেশ কুস্তি দলকে। পাঁচ সদস্যের বাংলাদেশ কুস্তি দলে রয়েছেন ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জজয়ী শিরিন সুলতানা, আব্দুর রশিদ, আলী আমজাদ ও দীপু। ম্যানেজার ও কোচ হিসেবে আছেন মেজবাহ উদ্দিন আজাদ ও আব্দুল মবিন।
×