ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ০৪:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১৭

নওগাঁয় বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ সেপ্টেম্বর ॥ সাপাহারে কাজ করার সময় অনবধানবশত বিদ্যুতের তারে পড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশড়ন্দ মধইল বাজারে জনৈক মাইমুর চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই দিন সকালে মাইমুর চৌধুরীর বাসায় উপজেলার ছোট বৈকণ্ঠপুর গ্রামের মনিরুল ইসলাম (৪০) অন্যান্য মিস্ত্রির সঙ্গে ছাদের শাটারিং খোলার কাজ করছিল। এ সময় অনবধানবশত মিস্ত্রি মনিরুল দোতলা বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে বৈদ্যুতিক তারের ওপর পড়লে বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক লোকজন আহত মনিরুলকে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। কালকিনিতে পানচাষী নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে শাজাহান ফকির (৫৮) নামের এক পানচাষীর বিদ্যুদস্পৃৃষ্টে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার পূর্ব বনগ্রাম গ্রামের দৌলাত ফকিরের ছেলে শাজাহান তার বাড়ির পাশের একটি পানের বরজে কাজ করতে যান। এ সময় পানের বরজের ওপর ঝোলানো একটি ছেঁড়া বৈদ্যুতিক তার তাকে শক করে।
×