ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিভারপুলের করুণ বিদায়

প্রকাশিত: ০৬:০৫, ২১ সেপ্টেম্বর ২০১৭

লিভারপুলের করুণ বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ লীগ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে লিভারপুল। মঙ্গলবার লিচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে জার্গেন ক্লপের দল। কিং পাওয়ার স্টেডিয়ামে এদিন পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও দুই গোল হজম করায় লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে ইংলিশ ফুটবলের অন্যতম সফল ক্লাব লিভারপুলকে। কিং পাওয়ার স্টেডিয়ামে এদিন বেশ ভালভাবেই ম্যাচ শুরু করে লিভারপুল। ফিলিপ কুটিনহোর দারুণ খেলায় প্রথমার্ধে আধিপত্য ছিল অলরেডদের। কিন্তু গোলের দেখা পায়নি সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধেই দুর্দান্ত খেলে ২০১৫-১৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা। শিনজি ওকাজাকি এবং ইসলাম সিøমানির গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে জার্গেন ক্লপের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে বদলি হিসেবে নেমে লিচেস্টার সিটিকে প্রথম এগিয়ে দেন ওকাজাকি। আর ম্যাচের বয়স যখন ৭৮ মিনিট তখন আলজেরিয়ার স্ট্রাইকার সিøমানির বাঁ পায়ের শট পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ালে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিচেস্টার সিটি। লিচেস্টার সিটির কাছে এভাবে হেরে চরম হতাশ জার্গেন ক্লপ। তার মতে প্রথম গোলটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। তবে এটাকে ফুটবলেরই অংশ হিসেবে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে জার্গেন ক্লপ বলেন, ‘প্রথম গোলের পরই আপনি দেখবেন লিচেস্টার যেন জেগে ওঠে। আর এটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। তবে যেভাবে গোল দুটি আমরা খেয়েছি তা মনে করলে সত্যিই আমি অসুস্থ অনুভব করি। আমরা এই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যেতে চেয়েছিলাম। আর প্রথমার্ধে এতোটাই ভাল খেলেছি যে আমরা এমন পরিস্থিতিতে যে কোন দলই পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখবে। কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। তবে এই ম্যাচের গল্পটা বলতে গেলে অনেক সহজভাবেই বলা যায়। প্রথমার্ধে আমরা দল হিসেবে অনেক ভাল খেলেছি। কিন্তু প্রতিপক্ষের বিপক্ষে কোন গোল করতে পারিনি। কখনও কখনও এটাই আসলে ফুটবলের অংশ।’
×