ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে গ্রাম থিয়েটারের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫:২৬, ২১ সেপ্টেম্বর ২০১৭

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে গ্রাম থিয়েটারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটার জাতীয় পর্ষদের সভা ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা সেমিনার কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। জাতীয় পর্ষদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিম-লীর সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল, আমিরুল ইসলাম, অধ্যাপক হারুন রশীদ, কামরুল হাসান, আফসানা ফেরদৌসি কেকা, হাফিজা বেগম কাকলি প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সকল পর্যায়ের সমন্বয়কারী, আঞ্চলিক সমন্বয়কারী ও ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সমন্বয়কারী এবং পরিচালকরা। জাতীয় পর্ষদের সভা শেষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নেতারা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষ থেকে সংস্কৃতিমন্ত্রীকে শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেয়া হয়। মতবিনিময়কালে বাংলাদেশ গ্রাম থিয়েটারের অতীত, বর্তমান ও ভবিষ্যত কর্মকান্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কার্যক্রম ও ভূমিকা অটুট থাকবে বলে অভিমত ব্যক্ত করা হয়।
×