ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলশান ইয়ুথ মহিলা ক্রিকেট দলের প্রত্যাশা

প্রকাশিত: ০৫:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৭

গুলশান ইয়ুথ মহিলা ক্রিকেট দলের প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার ॥ গুলশান ইয়ুথ ক্লাব মহিলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। এই দলটি বিগত বছরগুলোতে একবার রানারআপসহ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বেশ কয়েকবার সুপার লীগেও অংশ নিয়েছে। এ বছর ফাইবার এটহোমের পৃষ্ঠপোষকতায় গুলশান ইয়ুথ ক্লাব মহিলা ক্রিকেট দল গঠন করেছে। এ বিষয়ে ক্লাবের ফ্যামিলি হলে দলকে পরিচিত করিয়ে দেয়া হয় এক সংবাদ সম্মেলনে। ক্লাবের মহিলা দলের আহ্বায়ক নিহার সিদ্দিকী বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা মহিলা ক্রিকেটে অংশ নিচ্ছি। আশা করছি এবারের খেলায় আমরা ভাল ফল করতে পারব। এর আগেও আমাদের দল ভাল করেছে। এবার আমরা আরও বেশি ভাল করতে চাই।’ এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, দলের স্পন্সর ফাইবার এটহোমের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক সিদ্দিকীসহ ক্লাবের কার্যকরী সদস্যবৃন্দ। বক্সিংয়ে ক্যারিয়ার গড়ছেন ফার্ডিনান্ড স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড পেশাদার বক্সার হিসেবে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা গেছে। ফার্ডিনান্ড আগে থেকেই বক্সিংয়ের একনিষ্ঠ সমর্থক ছিলেন। ২০১৫ সালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী রেবেকা এ্যালিসন মারা যাওয়ার পরপরই ফুটবল থেকে অবসর নেন তিনি।
×