ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির সঙ্গে তুলনা চান না দিবালা

প্রকাশিত: ০৪:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৭

মেসির সঙ্গে তুলনা চান না দিবালা

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের হয়ে প্রতিপক্ষের জাল খুঁজে না পেলেও ক্লাবের হয়ে গোল করতে জুড়ি মেলা ভার ভার আর্জেন্টাইন ফুটবলারদের। দেশটির দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও পাওলো দিবালা এর উজ্জ্বল দৃষ্টান্ত। ইতালিয়ান সিরি এ লীগে রবিবার আরেকবার এ দৃষ্টান্ত স্থাপন করেছেন দিবালা। সাসসোউলোর বিপক্ষে জুভেন্টাসের ৩-১ গোলের জয়ে অনবদ্য হ্যাটট্রিক করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এটি ছিল জুভদের জার্সিতে দিবালার ১০০তম ম্যাচ। শততম ম্যাচটি তাই হ্যাটট্রিক করেই স্মরণীয় করে রেখেছেন তিনি। এরপর স্বভাবতই প্রশংসার স্রোতে ভাসছেন। তুলনা করা হচ্ছে মেসির সঙ্গে। কিন্তু দিবালা জানিয়ে দিয়েছেন, তিনি মেসির সঙ্গে তুলনা পছন্দ করেন না। পরশুর আরেক ম্যাচে বেনেভেন্টোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নেপোলি। জুভেন্টাস ও ইন্টার মিলানও চার ম্যাচ জিতেছে। তিনটি দলেরই পয়েন্ট সমান ১২ করে। তবে গোল গড়ে এক নম্বরে দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাব নেপোলি। সাসসোউলোর বিপক্ষে গোল করে সিরি এ ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা ছয় ম্যাচে গোল করেছেন দিবালা। জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনার ফরোয়ার্ডের গোল এখন ৫২। ইতালির সাবেক খেলোয়াড় লুকা টনির পর (২০০৫-০৬) পর দিবালাই প্রথম সিরি এ তে নিজেদের শুরুর চার ম্যাচের সবকটিতে গোল করলেন। দিবালার প্রতি বার্সিলোনার আগ্রহ নিয়ে গুঞ্জন শোনা যায়। অনেকের দৃষ্টিতে দিবালাই কাতালান দলটিতে মেসির যোগ্য উত্তরসূরি। তবে জাতীয় দলের সতীর্থের সঙ্গে এমন তুলনা পছন্দ নয় দিবালার। রেকর্ড গড়ার পর তিনি বলেন, আমি খুবই খুশি। তিন গোল পাওয়া সবসময়ই ভাল কিছু। এরপর প্রতিশ্রুতিশীল তরুণ বলেন, আমি দিবালা। এমন নয় যে, আমি তুলনা পছন্দ করি না। কিন্তু তিনি (মেসি) একজন কিংবদন্তি। তিনি এমন কিছু করেছেন যা ফুটবলের ইতিহাসে কখনই কেউ করতে পারেনি। আমি কারোর সঙ্গে তুলনায় যেতে চাই না। আমি আমার নিজের ক্যারিয়ার নিয়েই থাকতে চাই। আমার নিজের শিরোপাগুলোই জিততে চাই। বেনেভেন্টোর বিপক্ষে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই ব্রাজিলিয়ান এ্যালান নেপোলিকে এগিয়ে দেন। ১৫ মিনিটে লোরেনজে ইনসিগনে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর মূলত নিয়মিত বিরতিতে নেপোলি জয়ের ব্যবধানই বাড়িয়েছে। ২৭ মিনিটে মারটেনস নিজের প্রথম গোল করার পরে ৬৫ মিনিটে স্পট কিক থেকে দ্বিতীয় গোল করেন। তবে তার আগে ৩২ মিনিটে জোশে ক্যালেয়ন দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৯০ মিনিটে আবারও পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন মারটেনস। হ্যাটট্রিক করা মারটেনস এখনই শিরোপা নিয়ে কথা বলতে রাজি নন। ম্যাচ শেষে তিনি বলেন, এখনও অনেক পথ বাকি। ইন্টার ও জুভেন্টাস দারুণ খেলছে। আমরা এখন ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। বেনেভেন্টো পুরো ম্যাচে কোনভাবেই নেপোলির সঙ্গে লড়াই করতে পারেনি। শাখতার ডোনেস্কের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচে ২-১ গোলে পরাজিত হওয়া নেপোলি এই জয়ের পর নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এ প্রসঙ্গে বেলজিয়ান ফরোয়ার্ড মারটেনস বলেন, ইউক্রেনে আমাদের ভাগ্য সহায় ছিল না। শাখতারের বিপক্ষে আমরা বেশ কিছু ভুল করেছি। আমাদের খেলা খেলতে পারিনি। কিন্তু এই ম্যাচে নিজেদের প্রমাণে সমর্থ্য হয়েছি। সাসসোউলোর বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে মারিও মানদুকিচের সহায়তায় বাম পায়ের জোরালো ভলিতে জুভেন্টাসকে এগিয়ে নেন দিবালা। বিরতির ঠিক পরপরই (৪৯ মিনিট) স্বাগতিক গোলরক্ষক আন্দ্রে কনসিগলিকে খুব কাছে থেকে পরাস্ত করেন এই আর্জেন্টাইন। ৬৩ মিনিটে ফ্রিকিক থেকে মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন দিবালা। ৫১ মিনিটে অবশ্য মাত্তেও পোলিটানো সাসসোউলোর হয়ে সান্ত¡নাসূচক একটি গোল করেন।
×