ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ লাখ টন নন-ইউরিয়া সার আমদানির পরিকল্পনা

প্রকাশিত: ০৪:০৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

১৪ লাখ টন নন-ইউরিয়া সার আমদানির পরিকল্পনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৭-১৮ অর্থবছরে কৃষকদের চাহিদা মেটাতে ১৪ লাখ মেট্রিক টন নন-ইউরিয়া সার আমদানির পরিকল্পনা করছে সরকার। তিউনিসিয়া, সৌদি আরব ও মরক্কো থেকে এ সার আমদানি করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের জরিপের ওরপ ভিত্তি করে কৃষি মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে এ বছর দেশের কৃষকদের জন্য প্রায় ১৫ লাখ টন সার প্রয়োজন হবে। এর মধ্যে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি এবং ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডাই-এ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সার। কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে দেশী উৎস থেকে সংগ্রহ ও বিদেশ থেকে আমদানির মাধ্যমে এ চাহিদা মেটানোর পরিকল্পনা হাতে নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৫ লাখ মেট্রিক টনের মধ্যে ১৪ লাখ মেট্রিক টন সরকারী ও বেসরকারী উদ্যোগে বিদেশ থেকে আমদানি করা হবে। বাকি এক লাখ মেট্রিক টন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) বিভিন্ন কারখানা থেকে সংগ্রহ করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চলমান এক চুক্তির আওতায় সৌদি আরব, তিউনিসিয়া ও মরক্কো থেকে ১৪ লাখ মেট্রিক টনের মধ্যে বড় একটা অংশ আমদানির পরিকল্পনা নিয়েছে। জানা গেছে, গত সপ্তাহে কৃষি মন্ত্রণালয় থেকে সার ক্রয়ের একটি প্রস্তাব ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় দেয়া হয়েছে। ওই প্রস্তাবে মরক্কো থেকে দেড় থেকে দুই লাখ মেট্রিক টন টিএসপি, ৫০ হাজার থেকে এক লাখ মেট্রিক টন ডিএপি, তিউনিসিয়া থেকে দুই থেকে আড়াই লাখ মেট্রিক টন টিএসপি ও সৌদি আরব থেকে দুই থেকে আড়াই লাখ মেট্রিক টন ডিএপি আমদানির জন্য অর্থছাড় চাওয়া হয়েছে। সর্বশেষ কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহের ওই প্রস্তাব মন্ত্রিসভার ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে।
×